স্টাফ রিপোর্টার।।ভোলাবাণী ।। ভোলায় শিক্ষা পরিবারের পৃথক দুটি সংবর্ধনা অনুষ্ঠানে নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ইউনুছ মিয়া বলেছেন, সদরের প্রতিটি পরিবারের শিশু শন্তানদের মানুষ হিসেবে গড়ে তুলতে আপনাদের ভূমিকা অতুলনীয়। শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনতে আপনাদের সহযোগীতা চাই। আর আমিও আপনাদের সহযোগীতা করতে সবসময় প্রস্তুত।.

মঙ্গলবার (৪ জুন) সন্ধ্যায় সদর উপজেলা পরিষদের সভা কক্ষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, জননেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের সময়ে, জননেতা আলহাজ্ব তোফায়েল আহমেদ এমপির তত্ত্বাবধায়নে ভোলা শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন, গ্যাসভিত্তিক নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা, শিল্প কারখানা স্থাপনের ও ভোলা-বরিশাল ব্রীজ নির্মানের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। আমার অভিভাবক জননেতা তোফায়েল আহমদ এমপি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব ও ভোলার প্রশাসন একটি নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করে দিয়ে জনগনের রায়ে আমাকে চেয়ারম্যান নির্বাচিত করায় তাদের প্রতি কৃজ্ঞতা প্রকাশ করছি।
এসময় প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি নাছিমা বেগম, বাংলাদেশ সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সভাপতি মোঃ কামরুল হাসান, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হাই, সহ-সভাপিত মোঃ মনির উদ্দিন, প্রধান শিক্ষক শাহিদা আক্তার সুমনা, সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোঃ জামাল উদ্দিন, সহ-সভাপতি কাজী ইকবাল, সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহীম, সহ-সধারণ সম্পাদক মোঃ তাওহীদসহ সকল শিক্ষক-শিক্ষিকাগণ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ৯:৩৩:৪৩ ৮৩ বার পঠিত |