টি-টোয়েন্টি বিশ্বকাপ ২৪জয় দিয়ে বিশ্বকাপ শুরু স্বাগতিকদের

প্রথম পাতা » এক্সক্লুসিভ » টি-টোয়েন্টি বিশ্বকাপ ২৪জয় দিয়ে বিশ্বকাপ শুরু স্বাগতিকদের
রবিবার, ২ জুন ২০২৪



---

ভোলাবাণী স্পোর্টস ডেক্স।।

প্রথম ম্যাচেই রান বন্যার বিশ্বকাপের আভাস। টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে কানাডাকে ৭ উইকেট হারিয়েছে যুক্তরাষ্ট্র। নর্থ আমেরিকান ডার্বিতে টস হেরে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৯৪ রান করে কানাডা। জবাবে ১৪ বল হাতে ৩ উইকেটে ১৯৭ রান করে, সহজে জয় নিশ্চিত করে বিশ্ব আসরের সহ-আয়োজকরা।

রোববার ভোরে (২ জুন) এ-গ্রুপোর ম্যাচে বড় সংগ্রহ তাড়া করতে নেমে প্রথম বলে উইকেট হারায় যুক্তরাষ্ট্র। কালিম সানা বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন ওপেনার স্টিভেন টেইলর (০)। অধিনায়ক মোনাঙ্ক প্যাটেলও (১৬) আউট হয়ে যান দ্রুত। অ্যারন জোন্স ও অ্যান্ড্রিস গাউসের মারকুটে অর্ধশতকে জয়ের লক্ষ্যে পৌচ্ছে যায় স্বাগতিকরা।

গাউস ৪৬ বলে ৬৫ রান করে আউট হলেও জোন্স ৯৪ রানে অপরাজিত ছিলেন। মাত্র ৪০ বলে ৪টি বাউন্ডারি ও ১০টি বিশাল ছক্কায় এই রান করেন ডানহাতি এ অলরাউন্ডার।

এর আগে টেক্সাসের টর্নেডোতে ব্যাপক ক্ষতি হওয়া ডালাসের প্রেইরি ভিউ স্টেডিয়ামে শুরু হয় বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ। শুরুতে বাজিমাত করেছিলেন কানাডার ব্যাটাররা। যুক্তরাষ্ট্রের বিপক্ষে টস হেরে আগে ব্যাট করতে নেমে ১৯৪ রানের বিশাল পুঁজি পেয়েছিল উত্তর আমেরিকার দেশটি।

অ্যারন জোন্স ও অ্যান্ড্রিস গাউসের অর্ধশতকে জয় পায় যুক্তরাষ্ট্র। ছবি : সংগৃহীতরেকর্ডসংখক ২০ দলের অংশগ্রহণে প্রথমবারের মতো ক্রিকেট বিশ্বকাপ আয়োজন করছে যুক্তরাষ্ট্র। সহ-আয়োজক হিসেবে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। আর যুক্তরাষ্ট্রের মাটিতে প্রথম বিশ্বকাপটা মনে রাখার মতোই শুরু করেছে কানাডা।

নর্থ আমেরিকান ডার্বিতে যুক্তরাষ্ট্রের বিপক্ষে সর্বশেষ ৫ ম্যাচের ৪টিতে হেরেছে তারা। তবে এ ম্যাচের শুরু থেকে ঝড় তোলে কানাডার ব্যাটাররা। বিশ্বকাপের প্রথম বলে বাউন্ডারি হাঁকিয়ে অ্যারন জনসন জানান দেন, দিনটি কেমন যাবে!

তবে ৬ষ্ঠ ওভারে ১৬ বলে ২৩ রান করা অ্যারনকে সাজঘরে ফেরান হারমিত সিং। তবে অপর ওপেনার নভোনীত ধালিওয়াল তুলে নেন আসরের প্রথম অর্ধশতক। ৬ চার ও ৩ ছক্কায় ৪৪ বলে ৬১ রান করেন তিনি। পরে অর্ধশতক তুলে নেন আরেক কানাডিয়ান ব্যাটার নিকোলাস কির্তন। মাত্র ৩০ বলে অর্ধশতক করেন তিনি। পরে ৫১ রানে থামেন কির্তন।

ইনিংসের শেষ দুই ওভারে ৩৫ রান তোলেন শ্রেয়াশ মোভা ও দিলপ্রীত বাজওয়া। ১৬ বলে ৩২ রান করেন শ্রেয়াশ আর বাজওয়া করেন ৫ বলে ১১ রান। এতে ১৯৪ রানের বড় সংগ্রহ পায় কানাডা।

বাংলাদেশ সময়: ১৯:৫৩:৪৩   ৫২ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

এক্সক্লুসিভ’র আরও খবর


মনপুরার লোকালয় থেকে মায়াবি হরিণ উদ্ধার, পরে সংরক্ষিত বনে অবমুক্ত
ভোলায় প্রায় ৯ কোটি টাকার ইয়াবা ধ্বংস
দৌলতখানে অর্ধকোটি টাকা নিয়ে উধাও প্রতারক দম্পতি, এলাকাজুড়ে চাঞ্চল্য
মেঘনার তীব্র ভাঙনে হুমকিতে ভোলা শহর রক্ষা বাঁধ, টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবী
বিক্ষোভে উত্তাল ভোলাগাজায় বর্বরোচিত গণহত্যার তীব্র প্রতিবাদে
ভোলায় লঞ্চে অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের দায়ে দুটি লঞ্চকে ৬০ হাজার টাকা জরিমানা
ভোলার ১৩টি গ্রামে ঈদুল ফিতর উদযাপিত
বাংলাদেশকে সামরিক সহায়তা দিতে চায় যুক্তরাষ্ট্র
লালমোহনে বিভিন্ন কারখানায় অভিযান ভোক্তা অধিকারের
ঈদের স্পেশাল চাল বিতরণকে কেন্দ্র করে মনপুরায় বিএনপি, জামায়াত ও ইসলামী আন্দোলনের ত্রিমুখী সংঘর্ষে আহত-১৫।। নৌবাহিনী ও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত

আর্কাইভ