জাতীয় পর্যায়ে ডেইরি আইকন-২০২৩ পুরস্কারে ভূষিত হলো গ্রামীণ জন উন্নয়ন সংস্থা

প্রথম পাতা » প্রধান সংবাদ » জাতীয় পর্যায়ে ডেইরি আইকন-২০২৩ পুরস্কারে ভূষিত হলো গ্রামীণ জন উন্নয়ন সংস্থা
রবিবার, ২ জুন ২০২৪



স্টাফ রিপোর্টার ॥ভোলাবাণী।।

ডেইরি সেক্টরে বিশেষ অবদান রাখায় ভোলার স্বনামধন্য বেসরকারি উন্নয়ন সংস্থা ‘গ্রামীণ জন উন্নয়ন সংস্থা জাতীয় পর্যায়ে’ ডেইরি আইকন-২০২৩ পুরস্কারে ভূষিত হয়েছে।

 

 

ক্রেস্ট, হাতে গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস)’র প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মোঃ জাকির হোসেন মহিন

শনিবার (১লা জুন) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে বিশ্ব দুগ্ধ দিবস-২০২৪ উদযাপন ও ডেইরি আইকন সেলিব্রেশন অনুষ্ঠানে ডেইরি সেক্টরে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মো. আবদুর রহমান গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস)’র প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মোঃ জাকির হোসেন মহিন এর হাতে এ তুলে দেন।

এসময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রানি স¤পদ মন্ত্রণালয়ের সচিব সৈয়দ মাহমুদ বেলাল হায়দার, গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ব ব্যাংকের সিনিয়র কৃষি অর্থনীতিবিদ আমাদু বা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাণিস¤পদ অধিদপ্তরের মহা পরিচালক ডা. মো. রিয়াজুল হক।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এলডিপির ডেপুটি ডিরেক্টর ডা, হিরন্ময় বিশ্বাস, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক এমিরেটরস ডা. এবিএম আব্দুল্লাহ।

দুধ উৎপাদন বৃদ্ধিতে খামারি ও উদ্যোক্তাদের উৎসাহিত করতে দুগ্ধ খাতে দেশের সফল খামারি ও উদ্যোক্তাদেরকে তৃতীয়বারের মতো ডেইরি আইকন পুরস্কার ২০২৩ প্রদান করা হয়। বিশ্ব দুগ্ধ দিবসের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ৪টি ক্যাটাগরিতে এ পুরস্কার প্রদান করে মৎস্য ও প্রাণিস¤পদ মন্ত্রণালয়ের আওতাধীন প্রাণিস¤পদ অধিদফতর। ২০২২ সালে প্রথমবারের মতো এ পুরস্কার প্রদান করা হয়।

এবছর গ্রামীণ জন উন্নয়ন সংস্থাকে দুধ ও মাংস প্রক্রিয়াকরণ ক্যাটাগরিতে এ পুরস্কারে ভূষিত করা হয়। প্রতিটি পুরস্কারের জন্য আর্থিক মূল্য এক লক্ষ টাকা এবং সেই সাথে প্রত্যেককে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।

গ্রামীণ জন উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন বলেন, ভোলা জেলার সামগ্রিক উন্নয়নে গ্রামীণ জন উন্নয়ন সংস্থা দীর্ঘদিন যাবৎ কাজ করে যাচ্ছে। এই কাজের স্বীকৃতি স্বরূপ বিভিন্ন ধরনের পুরস্কার সংস্থাটি ইতোমধ্যে গ্রহণ করেছে। সংস্থার অন্যতম একটি কাজের মধ্যে দুগ্ধ ও মাংস প্রক্রিয়াকরণ একটি বিশেষ কর্মসূচি। এই কর্মসূচির স্বীকৃতি স্বরূপ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণিস¤পদ মন্ত্রণালয়ের আওতাধীন প্রাণিস¤পদ অধিদফতর গ্রামীণ জন উন্নয়ন সংস্থাকে ডেইরি আইকন-২০২৩ পুরস্কারে ভূষিত করেছেন।

তিনি আরও বলেন, গ্রামীণ জন উন্নয়ন সংস্থা বিভিন্ন কাজের স্বীকৃতি স্বরূপ ইতোমধ্যে আরও বেশ কিছু পুরস্কার গ্রহন করেছে তার মধ্যে জাতীয় যুব পুরস্কার-২০১৩, আইএফডিসি পুরস্কার-২০১৩ এবং চ্যানেল আই-স্ট্যান্ডার্ড চ্যাটার্ড অ্যাগ্রো অ্যাওয়ার্ড-২০১৯ লাভ করেছে। এছাড়াও ক্রীড়া ও সংস্কৃতিতে অবদান রাখায় ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয়ের হাত থেকে পুরস্কার প্রাপ্ত হয়।

 

সম্মাননা ক্রেস্ট, একলক্ষ টাকার চেক ও সনদ গ্রহণ করছেন গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস)’র প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মোঃ জাকির হোসেন মহিন

তিনি বলেন, আমাদের কাজের স্বীকৃতির জন্য আমাদেরকে ডেইরি আইকন-২০২৩ পুরস্কারে ভূষিত করায় আমরা সরকারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। পুরস্কার প্রদানের মাধ্যমে আমাদেরকে উৎসাহিত করার জন্য আমাদের কাজের ¯পৃহা ও দায়িত্বশীলতা বেড়ে গেল। আশা করছি এর মাধ্যমে আমারা ভোলার মানুষের জন্য আরও নিবিড়ভাবে আরও অধিক কাজ করতে সক্ষম হবো।

বাংলাদেশ সময়: ১৯:৩২:৩৫   ৪৬ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


ভোলায় পাওনা টাকা নিয়ে মারধরে ব্যবসায়ী হত্যার অভিযোগ
ভোলায় পাঁচদফা দাবীতে ছাত্র-জনতার গণসমাবেশ ও বিক্ষোভ
মনপুরায় বজ্রপাতে কৃষকের ৮ গরুর মৃত্যু। নিঃস্ব কৃষকের আহাজারি
মনপুরার লোকালয় থেকে মায়াবি হরিণ উদ্ধার, পরে সংরক্ষিত বনে অবমুক্ত
ভোলায় প্রায় ৯ কোটি টাকার ইয়াবা ধ্বংস
বিশ্বের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় অধ্যাপক মুহাম্মদ ইউনূস
তজুমদ্দিনে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেছে কোস্টগার্ড
স্মরণকালের সেরা সমাবেশ জনসুদ্রে পরিণতভোলায় ‘মার্চ ফর প্যালেস্টাইন’ কর্মসূচিতে লাখো মানুষের ঢল
মনপুরায় কর্মকর্তা ও সুধীজনের সাথে বিভাগীয় কমিশনার’র মতবিনিময়
বোরহানউদ্দিনে পলিটেকনিক শিক্ষার্থীদের ভোলা চরফ্যাশন মহাসড়ক অবরোধে-তীব্র যানজট

আর্কাইভ