রিমেল দুর্গত ৫শত পরিবারে মধ্যে চরপাতিলার দূর্গত মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ

প্রথম পাতা » দক্ষিণ আইচা » রিমেল দুর্গত ৫শত পরিবারে মধ্যে চরপাতিলার দূর্গত মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ
বুধবার, ২৯ মে ২০২৪



চরফ্যাসন প্রতিনিধি॥ভোলাবাণী।।

চরফ্যাসনের চর পাতিলায় রিমেল দূর্গত ৫শ পরিবারের মধ্যে চাউলসহ জরুরী খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সহকারী কমিশনার (ভূমি) মো.সালেক মুহীদ আজ বুধবার দুপুরে চর পাতিলা বাজারে ক্ষতিগ্রস্তদের মধ্যে  এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন। কুকরী-মুকরী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল হাসেম মহাজন এসময় উপস্থিত ছিলেন।


সহকারী কমিশনার (ভূমি) মো.সালেক মুহীদ খাদ্য সামগ্রী বিতরন করেছেন।কুকরী-মুকরী ইউপি চেয়ারম্যান হাসেম মহাজন জানান, রিমেলের তান্ডবে সাগর মোহনার চর পাতিলার ৫শ’ বসতি পরিবারের সবগুলো ঘর বিধ্বস্ত হয়েছে। পানির নিচে  বেশীরভাগ ঘর, ঘরের মজুদ খাদ্যসামগ্রী.  চুলা-চাক্কি , হাড়ি-পাতিল ভেসে গেছে। রিমেল পরবর্তী ঝড়ো হাওয়া, অব্যহত প্রবল জোয়ার এবং ভারী থেকে মাঝারী বর্ষণ অব্যহত থাকায় দূর্গত এই পরিবারগুলোতে এখনো রান্না করে খাওয়ার মতো অবস্থা ফিরে নাই। ফলে পরিবারগুলো খেয়ে না খেয়ে দিন কাটাচ্ছে। উদ্ভত পরিস্থিতিতে গত মঙ্গলবার থেকে পরিবারগুলোর মধ্যে শুকনো খাবার বিতরণ করা হয়েছে।গতকাল থেকে পরিবারগুলোর কাছে জরুরী খাদ্যসামগ্রী পৌছে দেয়ার কাজ শুরু হয়েছে। সহকারী কমিশনার (ভূমি) মো.সালেক মুহীদ বলেছেন, সাগরের ঢেউ আছড়েপড়া কূলে চর পাতিলার অবস্থান। অবস্থানগত কারণে চরের মানুষ রিমেলের তোপে পড়ে অবর্নণীয় ক্ষতির শিকার হয়েছে। ঝড় পরবর্তী বৈরী আবহাওয়া দূর্গত মানুষের দুর্ভোগ আরো বাড়িয়েছে। পরিবারগুলোতে রান্না শুরুর মতো পরিবেশ না ফেরা পর্যন্ত জরুরী ত্রান অব্যহত রাখা হবে। যাতে খাদ্যের জন্য কেউ কষ্ট না পায় সরকারের তরফ থেকে তা নিশ্চিত করা হবে।

বাংলাদেশ সময়: ২১:৩২:৫৯   ৯২ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

দক্ষিণ আইচা’র আরও খবর


চরফ্যাশনে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ, আহত ৫০
দক্ষিণ আইচা মসজিদ প্রাঙ্গণে ময়লা-আবর্জনার স্তূপ, দুর্ভোগ
কোনো অপরাধীকে ছাড় দেয়া হবে না-ওসি এরশাদুল হক ভুঁইয়া
দক্ষিন আইচা থানা বিএনপি সভাপতির বিরুদ্ধে অপ-প্রচারের অভিযোগ
৫ জেলে উদ্ধার, নিখোঁজ ৮চরফ্যাশনের সাগর মোহনায় ট্রলার ডুবি
চরফ্যাশনে ঘর পেয়েছেন গৃহহীন-ভূমিহীন ১১০৭ পরিবার
রিমেল দুর্গত ৫শত পরিবারে মধ্যে চরপাতিলার দূর্গত মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ
দক্ষিণ আইচায় ধান ক্ষেতে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
দক্ষিণ আইচায় ২৫ বছর করে দণ্ডপ্রাপ্ত দুই আসামি গ্রেফতার
দক্ষিণ আইচায় স্কুল ছাত্র নয়নের রিমোট কন্ট্রোল নিয়ন্ত্রিত লঞ্চ ভাসছে পানিতে

আর্কাইভ