চরফ্যাসনের জনতা বাজারে অগ্নিকান্ডে ২৫ দোকান পুড়ে ছাই

প্রথম পাতা » চরফ্যাশন » চরফ্যাসনের জনতা বাজারে অগ্নিকান্ডে ২৫ দোকান পুড়ে ছাই
বৃহস্পতিবার, ৪ আগস্ট ২০২২



খলিল উদ্দিন ফরিদ।। ভোলাবাণী॥
ভোলার চরফ্যাসন উপজেলার জনতা বাজারে অগ্নিকান্ডে ২৫ টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। চরফ্যাসন, লালমোহন ও বোরহানউদ্দিন ফায়ার সার্ভিস স্টেশনের ৪টি ইউনিট ঘন্টাব্যাপি চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ২ কোটি টাকার মালামাল পুড়ে গেছে বলে দাবি করেছেন দোকান মালিকরা।

বৃহস্পতিবার রাত ২.৩০ মিনিটের সময় এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। চরফ্যাসন ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ আসাদুজ্জামান জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

চরফ্যাসনের জনতা বাজারে অগ্নিকান্ডে ২৫ দোকান পুড়ে ছাই

ব্যবসায়ীরা জানান, রাতে দোকান বন্ধ করে ব্যবসায়ীরা যে যাঁর মতো বাড়িতে চলে যান। হঠাৎ রাত ২.৩০ মিনিটের সময় বাজারের নিরাপত্তা কর্মী আগুন দেখে ব্যবসায়ীদের খরব দেন। ব্যবসায়ীরা বাজারে এসে চরফ্যাসন ফায়ার সার্ভিস স্টেশনে খবর জানালে প্রথমে চরফ্যাসন ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনা¯’লে আসেন। পরবর্তীতে লালমোহন ও বোরহানউদ্দিন ফায়ার সার্ভিস স্টেশনের আরো দুইটি ইউনিট আসে। মোট ৪টি ইউনিট ঘন্টাব্যাপি চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন। এতে চালের গুদাম, স্থানীয় আওয়ামীলীগের পার্টি অফিস, ফার্মেসি, মুদি দোকান, ইলেকট্রনিক্স দোকান, মাছের খাদ্যর দোকান, কসমেটিক্স দোকান ও ফাষ্ট ফুটের দোকানসহ মোট ২৫টি দোকান আগুনে পুড়ে যায়। আগুনে ২ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা জানান।
ব্যবসায়ী মজিবল জানান, খবর পেয়ে তিনি বাড়ী থেকে বাজারে ছুটে আসেন। এসময় চরফ্যাসন ফায়ার সার্ভিস স্টেশনে খবর জানালে ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রনে আনেন।
আগুনে অনেক ব্যবসায়ী সর্বস্ব হারিয়ে পথে বসার উপক্রম হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা জানায়।
ভোলা জেলা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোঃ আবদুর রাজ্জাক জানান, ব্যবসায়ীদের কাছ থেকে খবর পেয়ে চরফ্যাসন, লালমোহন ও বোরহানউদ্দিন স্টেশনের মোট ৪টি ইউনিট ঘন্টাব্যাপি চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

বাংলাদেশ সময়: ১৪:৩৬:৪৯   ৭৬ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চরফ্যাশন’র আরও খবর


চরফ্যাসনে হিটস্ট্রোকে যুবকের মৃত্যু
চরফ্যাশনে স্বামীর প্রহার থেকে স্ত্রীকে রক্ষা করতে গিয়ে আহত-৩
চরফ্যাশনে ঈদের আগে পাকা ঘর পেলেন ভূমিহীন ৩৭০ পরিবার
চরফ্যাশনে ২০ হাজার প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
নানা বাড়িতে এসে পানিতে ডুবে দুই খালাতো ভাইয়ের মৃত্যু
ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে চরফ্যাশনে যাকাত ফান্ডের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
চরফ্যাশনে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস পালিত
চরফ্যাশনে তরমুজের বাম্পার ফলনে চাষিদের মুখে হাসি
অভয়াশ্রমে মাছ ধরার নিষেধাজ্ঞায় দুর্দশায় জেলেরা
চরফ্যাশনে বাবার লাশ দাফনে সন্তানদের আপত্তি নির্ধারিত সময়ে জানাজা হয়নি, সমঝোতার চেষ্টা

আর্কাইভ