তিন বছরের জন্য বিপিএলের তারিখ ঘোষণা করে দিলো বিসিবি

প্রথম পাতা » খেলাধূলা » তিন বছরের জন্য বিপিএলের তারিখ ঘোষণা করে দিলো বিসিবি
রবিবার, ১৭ জুলাই ২০২২



ভোলাবাণী স্পোর্টস ডেক্সঃ আগের রাতে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করার সুখস্মৃতি নিয়ে যখন সবাই ঘুমাতে যাচ্ছিল, তখনই বজ্রের মত ঘোষণাটা এলো। এক ফেসবুক স্ট্যটাসে তামিম জানিয়ে দিলেন, তিনি এখন থেকে টি-টোয়েন্টিতে অবসরপ্রাপ্ত।

তিন বছরের জন্য বিপিএলের তারিখ ঘোষণা করে দিলো বিসিবি

ভালোলাগা আর খারাপলাগা- দুটি মিশ্র অনুভূতি নিয়ে দিন শুরু হওয়ার পরই জানা গেলো, বিসিবিতে আজ জরুরি মিটিং কার্যনির্বাহী কমিটির। তবে কী সেখানে তামিম ইস্যুতে কোনো কথা হবে? টি-টোয়েন্টির নেতৃত্ব নিয়েও গুঞ্জন শোনা যাচ্ছিল।তবে, বৈঠকে সব কিছুই আলোচনা হয়েছে ঠিক; কিন্তু যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে- আগামী তিন মৌসুমের জন্য বিপিএল শুরুর এবং শেষের তারিখ নির্ধারণ করে ফেলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

কার্যনির্বাহী কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে নিজেই সে ঘোষণা দেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তিন বছরের সূচি ঘোষণার কারণ হিসেবে তিনি জানান, আগামী তিন মৌসুমের জন্য ফ্রাঞ্চাইজিগুলো বিক্রি করা হবে। এ কারণে, তিন মৌসুমেরই তারিখ ঘোষণা করে দিয়েছেন তারা।

নাজমুল হাসান পাপন বলেন, ‘আগামী তিন বছরে বিপিএল কখন হবে সেটা নির্ধারণ হয়েছে। কারণ ফ্র্যাঞ্চাইজিগুলোকে ৩ বছরের জন্য দল দেব।’

তারিখগুলোও জানিয়ে দেন পাপন। তিনি বলেন, ‘২০২৩ সালের বিপিএল শুরু হবে ৫ জানুয়ারি, শেষ হবে ১৬ ফেব্রুয়ারি। ২০২৪ সালের বিপিএল শুরু হবে ৬ জানুয়ারি, শেষ হবে ১৭ ফেব্রুয়ারি এবং ২০২৫ সালের বিপিএল শুরু হবে ১ জানুয়ারি, শেষ হবে ১১ ফেব্রুয়ারি। আর প্রতিটি আসরেই অংশ নেবে ৭টি করে ফ্রাঞ্চাইজি।’

তারিখ ঘোষণার পর বিপিএলের বাকিসব কেমন কী হবে? তা নিয়ে পাপন বলেন, ‘এখন যেহেতু তারিখ হয়ে গেছে, এখন এক সপ্তাহের মধ্যে বাকিটা নির্ধারিত হয়ে যাবে। সব যে আগের মতো থাকবে, তা না। কিছু কিছু পরিবর্তন আসতে পারে। আমরা সব বিষয়গুলো পরিষ্কার করেই বিজ্ঞাপন দেব। টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো কিছুদিনের মধ্যেই নির্ধারণ হয়ে যাবে।’

দলগুলো কারা পাচ্ছে, সে বিষয়ে তিনি বলেন, ‘পুরোনো দলগুলো না এলেও বেশিরভাগ পুরোনো দল গুলো আসবে। না আসার কোনো কারণ নেই। ইম্পাইং অন জেমকন, বেক্সিমকো, বসুন্ধারা।’

বাংলাদেশ সময়: ২৩:২৮:৫৫   ৫৮ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধূলা’র আরও খবর


ভোলায় প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
বাংলাদেশ-শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজতামিম-রিশাদ ঝড়ে টাইগারদের সিরিজ জয়
শান্তর সেঞ্চুরি ও মুশফিকের ব্যাটিং নৈপুর্নে সিরিজে এগিয়ে বাংলাদেশ
ভোলায় ক্ষুদে ফুটবলারদের সংবর্ধনা
মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে উদ্যোগে বার্ষিক ক্রীড়া,সাংস্কৃতিক ও পুরষ্কার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত ॥
বাংলাদেশ-শ্রীলংকা টি টুয়েন্টিছয় মেরে জয় এনে দিলেন শান্ত
মাহমুদউল্লাহ ও জাকেরের ঝড়ো ব্যাটিংয়েও জিততে পারলো না বাংলাদেশ
ভোলা সরকারি কলেজে আন্ত:কলেজ ক্রীড়া প্রতিযোগিতা বাচাই অনুষ্ঠিত
মেসির সঙ্গে খেলতে চান নেইমার
বিপিএল-২৪রংপুরকে হারিয়ে ফাইনালে তামিমের বরিশাল

আর্কাইভ