মাদক ও সাইবার ক্রাইম রোধে কলেজ শিক্ষার্থীদের সমাবেশে ডিআইজি

প্রথম পাতা » প্রধান সংবাদ » মাদক ও সাইবার ক্রাইম রোধে কলেজ শিক্ষার্থীদের সমাবেশে ডিআইজি
শুক্রবার, ১ জুলাই ২০২২



স্টাফ রির্পোটার।।ভোলাবাণী।।
ভোলায় তিনটি উপজেলার ১০ কলেজের তিন শতাধিক শিক্ষার্থীকে নিয়ে অনুষ্ঠিত হলো মাদক ও সাইবার ক্রাইম রোধে শিক্ষার্থীদের সমাবেশ।

বৃহস্পতিবার (৩০ জুন) বাংলাবাজর ফাতেমা খানম ডিগ্রি কলেজের অডিটরিয়ামে মতবিনিময় ও সমাবেশের উদ্বোধন করেন, বরিশাল রেঞ্জের ডিআইজি এসএম আক্তারুজ্জামান। এ সময় নিজে গান গেয়ে শিক্ষার্থীদের উজ্জিবিত করেন। তিনি বলেন, ৪১ সালের জন্য শিক্ষার্থীদের তৈরী করতেই এমন আয়োজন।

মাদক ও সাইবার ক্রাইম রোধে কলেজ শিক্ষার্থীদের সমাবেশে ডিআইজি

পরিশ্রম করলে ভালো থাকা যায়। সবাইকে পরিশ্রম করার আহ্বান জানিয়ে মাদক, সাইবার ক্রাইম, জঙ্গীবাদ, সন্ত্রাস, গুজব ও সম্প্রদায়িক কুপমন্ডকতা থেকে বের হয়ে আসার পরামর্শ দেন প্রধান অতিথি ডিআইজি আক্তারুজ্জামান।কলেজ অধ্যক্ষ হারুন অর রশিদের সভাপতিত্বে এ সময় আরো বক্তব্য রাখেন, বিশেষ অতিথি পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তামিম আল ইয়ামিন, সহকারী অধ্যাপক আবুল বাশার, অভিভাবকদের মধ্যে কলেজ গর্ভনিং বডির সদস্য মোঃ কামাল হোসেন, শিক্ষার্থীদের মধ্যে ফাতেমা খানম কলেজের আনন্দ দাস, সজল শীল, দৌলতখান মহিলা কলেজের সার্থী আক্তার, আবু আব্দুল্লাহ জিনিয়া মেহের উপমা।
এ সময় তথ্য চিত্র তুলে ধরেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ ফরহাদ সরদার। শুরুতে কলেজ শিক্ষার্থীরা জাতীয় সংগীত পরিবেশন করে। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, প্রেসক্লাব সম্পাদক অমিতাভ অপু। পুলিশ সুপার জানান, জেলার ৭ উপজেলার মধ্যে প্রথম পর্যায়ে ৩টি উপজেলার ১০ কলেজের শিক্ষার্থীদের নিয়ে এমন সমাবেশের আয়োজন করা হয়েছে। পরবর্তীতে অপর ৪ উপজেলা নিয়ে দ্বিতীয় দফা অনুষ্ঠান করা হবে।

বাংলাদেশ সময়: ২৩:৩১:২০   ৬৯ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


চরফ্যাসনে হিটস্ট্রোকে যুবকের মৃত্যু
ভোলায় তীব্র প্রবাহে অস্থির জনজীবন
গ্রাম বাংলার ঐতিহ্য কাচারি ঘর বিলুপ্তির পথে ॥
ভোলা সদর উপজেলা নির্বাচন ২০২৪আপনাদের পবিত্র ভোট ৫ বছরের জন্য ভাল পাত্রে জমা রাখবেন-মোহাম্মদ ইউনুছ
দেশ ভাঙার ষড়যন্ত্রে লিপ্ত কংগ্রেস: নরেন্দ্র মোদি
ঝুঁকি নিয়ে সাঁকো পারাপার খালের উপর ব্রিজ নির্মানের দাবী মনপুরাবাসীর ॥
লালমোহনে সাংবাদিকদের সাথে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময়
লালমোহনে আবাসনের ঘর জবরদখলের অভিযোগ
উপজেলা পরিষদ নির্বাচন ২৪ভোলার ৩ উপজেলায় ৩৮ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল
কাউকে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ক্ষুণ্ন করতে দেব না : প্রধানমন্ত্রী

আর্কাইভ