ভোলায় ঘুমন্ত স্বামীর অণ্ডকোষ চেপে হত্যা; পরকীয়া প্রেমিকসহ স্ত্রী গ্রেফতার

প্রথম পাতা » তজুমদ্দিন » ভোলায় ঘুমন্ত স্বামীর অণ্ডকোষ চেপে হত্যা; পরকীয়া প্রেমিকসহ স্ত্রী গ্রেফতার
রবিবার, ২৬ জুন ২০২২





আকতারুল ইসলাম আকাশ।।ভোলাবাণী।। ভোলার তজুমদ্দিন উপজেলায় পরকীয়া প্রেমিকের সহযোগিতা নিয়ে ঘুমন্ত স্বামীর অণ্ডকোষ চেপে ধরে ও বালিশ চাপা দিয়ে স্বামীকে হত্যা করেছে স্ত্রী।



শুক্রবার (২৪ জুন) দিনগত রাতে তজুমদ্দিন উপজেলা চর জহিরউদ্দিন ইউনিয়নের চর শাওন গ্রামে এ ঘটনা ঘটে।



ছবি: সংযুক্ত (ঘাতক স্ত্রী শারমিন আক্তার ও পরকীয়া প্রেমিক লিটনকে গ্রেফতার করে নিয়ে যাচ্ছে পুলিশ। নিহত স্বামীর ছবি সংযুক্ত)এ ঘটনায় রবিবার ২৬ জুন সকাল ৯টার দিকে চর শাওন গ্রাম থেকে ঘাতক স্ত্রী শারমিন আক্তার (২৪) ও পরকীয়া প্রেমিক লিটনকে (২৮) গ্রেফতার করেছে তজুমদ্দিন থানা পুলিশ।



নিহত স্বামী ওই গ্রামের নুরুল ইসলামের ছেলে মো. হুমায়ুন (৩০) কবির।



এ ঘটনায় শনিবার (২৫ জুন) রাতে তজুমদ্দিন থানায় নিহতের বাবা নুরুল ইসলাম বাদী হয়ে স্ত্রী শারমিন আক্তার ও পরকীয়া প্রেমিক লিনটকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। যাঁর মামলা নম্বর-৬/২২



রবিবার (২৬ জুন) দুপুর ২টায় তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জিয়াউল হক এ তথ্য নিশ্চিত করেছেন।



পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, নিহত হুমায়ুনের ঘাতক স্ত্রী শারমিন আক্তারের সাথে দীর্ঘদিন যাবত একই গ্রামের মো. লিটনের সাথে পরকীয়া সম্পর্ক রয়েছে।



সবশেষ শুক্রবার দিনগত রাতে স্ত্রী শারমিন আক্তার পরকীয়া প্রেমিক লিটনের সহযোগিতায় ঘুমন্ত স্বামীর অণ্ডকোষ চেপে ধরে ও বালিশ চাপা দিয়ে হুমায়ুনকে হত্যা করে। হুমায়ুন তখন নিজ ঘরের শয়নকক্ষে ঘুমন্ত অবস্থায় ছিলেন। হত্যা করে রাতেই পরকীয়া প্রেমিক ঘটনাস্থল থেকে তাঁর বাড়িতে চলে যায়।



পরদিন শনিবার সকালে ঘটনাটি জানাজানি হয়। এরপর তজুমদ্দিন থানা পুলিশ লাশ উদ্ধারের পাশাপাশি স্ত্রী শারমিন আক্তারকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়। পুলিশের কাছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে শারমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। এরপর শারমিনের দেয়া তথ্যের ভিত্তিতে রবিবার সকালে চর শাওন গ্রাম থেকে পরকীয়া প্রেমিক লিটনকেও গ্রেফতার করা হয়।



ওসি এস এম জিয়াউল হক জানান, গ্রেফতারকৃত ঘাতক স্ত্রী শারমিন আক্তার ও পরকীয়া প্রেমিক লিটনকে ভোলা আদালতে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, এ ঘটনায় গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আদালতে ৭ দিনের রিমান্ড চাওয়া হবে।






বাংলাদেশ সময়: ২২:৪২:০৩   ৬০ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

তজুমদ্দিন’র আরও খবর


তজুমদ্দিনে সরকারি চাল উদ্ধারের ঘটনায় তদন্ত কমিটি গঠন
তজমদ্দিনে পল্লীসেবার আয়োজনে বঙ্গবন্ধু’র জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত ॥
তজুমদ্দিনে সরকারি ২৪ বস্তা চাল উদ্ধার ॥ তদন্ত কমিটি গঠন
তজুমদ্দিনে যুব উৎসব পালিত ॥
জনবল সংকটে তজুমদ্দিনে বেহাল প্রাথমিক শিক্ষা ॥
তজুমদ্দিনে কেক কাটা, র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে এশিয়ান টিভির ১১ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ।
তজুমদ্দিনে জাতীয় সমবায় দিবস পালিত
মেঘনার ভাঙনে বিলীন হচ্ছে ম্যানগ্রোভ বন, সংরক্ষণের দাবী সচেতন মহলের
তজুমদ্দিনে অভিযান ২০ হাজার মিটার জাল আটক॥
শেখ হাসিনার উন্নয়নের বার্তা নিয়ে এমপি শাওনের পক্ষে মাঠ চষে বেড়াচ্ছেন যুব মহিলা লীগ

আর্কাইভ