

বুধবার ● ১৫ জুন ২০২২
প্রথম পাতা » দৌলতখান » ভোলায় আজ দুই উপজেলার চার ইউপিতে ভোট গ্রহন ॥ ৪৯ কেন্দ্রের ৩৯টি অধিক ঝূঁকিপূর্ণ
ভোলায় আজ দুই উপজেলার চার ইউপিতে ভোট গ্রহন ॥ ৪৯ কেন্দ্রের ৩৯টি অধিক ঝূঁকিপূর্ণ
ছোটন সাহা ॥ভোলাবাণী।। ভোলার দুই উপজেলার চারটি ইউনিয়নের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বুধবার (১৫ জুন)। এ দুই ইউনিয়নে ৪৯টি ভোট কেন্দ্রের মধ্যে ৩৯টি কেন্দ্রকে অধিক ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। এরমধ্যে লালমোহন উপজেলার কালমা ও রমাগঞ্জ ইউনিয়নের ২৭টি কেন্দ্রে মধ্যে ২৭টি এবং দৌলতখানে হাজিপুর ও সৈয়দপুরে ২১ কেন্দ্রের মধ্যে ১৫টি ঝূঁকিপূর্ণ। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা জোরতার করা হয়েছে। কেন্দ্রগুলোতে নির্বাহী ম্যাজিষ্ট্রেট, স্টাইকিং ফোর্স, মোবাইল টিম, সাদা পোশাকের পুলিশ,র্যাব ও কোস্টগার্ড মোকায়েন থাকবে।
এদিকে নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। কেন্দ্রগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এদিকে দুই উপজেলার চারটি ইউনিয়নে ২১৪জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরমধ্যে চেয়ারম্যান পদে ২১ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ৫৩ এবং পুরুষ সদস্য পদে ১৪০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ভোলার পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণের লক্ষ্যে ৫স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতেও থাকবে অতিরিক্ত পুলিশ।