ভোলা- লক্ষীপুর মহাসড়কে ইজিবাইক - ট্রাক্টর সংঘর্ষে এক শিক্ষার্থী নিহত

প্রথম পাতা » প্রধান সংবাদ » ভোলা- লক্ষীপুর মহাসড়কে ইজিবাইক - ট্রাক্টর সংঘর্ষে এক শিক্ষার্থী নিহত
সোমবার, ১৬ মে ২০২২



আকতারুল ইসলাম আকাশ।। ভোলাবাণী

 

ভোলা-লক্ষ্মীপুর মহাসড়কের ইলিশা ঘরপোড়া এলাকায় ইজিবাইক-ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে মাইশা নামে ১০ বছর বয়সী এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় ওই শিক্ষার্থীর মা-সহ আরও ৪ জন গুরুতর আহত হয়েছে। পালিয়ে যাওয়ার সময় ট্রাক্টর চালককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।

 

নিহত মাইশা সদর উপজেলা ২নং পূর্ব ইলিশা ইউনিয়নের গুপ্তমুন্সি গ্রামের মো. জসিম উদ্দিনের মেয়ে। সে হালিমা খাতুন গার্লস স্কুল এণ্ড কলেজের ৩য় শ্রেণীর শিক্ষার্থী।

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মাইশা’র সোমবার (১৬ মে) দুপুর সাড়ে এগারোটার দিকে এ দুর্ঘটনা ঘটনা ঘটে।

 ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মো. সিদ্দিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, স্কুল ছুটি শেষে একটি ইজিবাইকে করে নিহত শিশু মাইশা তাঁর মায়ের সাথে বাড়ি ফিরছিলেন। ওই ইজিবাইকে তাদের সাথে আরও ৪ জন যাত্রী ছিলেন।

 

ইজিবাইকটি ভোলা-লক্ষ্মীপুর মহাসড়কের ইলিশা ঘরপোড়া এলাকায় এসে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে ইজিবাইকটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মাইশা নিহত হয় এবং ইজিবাইকটি ভেঙেচুরে দুমড়ে-মুচড়ে যায়।

 

ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে ট্রাক্টর চালক পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা তাকে ধাওয়া করে ধরে উত্তম-মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেয়।

 

পরে পুলিশসহ স্থানীয়রা নিহতের মরদেহ উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে পাঠায়। এবং আহতদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করেন।

 

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনায়েত হোসেন জানিয়েছেন, নিহতের মরদেহ উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে রাখা হয়েছে। আহতদের চিকিৎসা চলছে। চালক আটক আছে। তবে তাৎক্ষণিকভাবে চালকের নাম পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 


বাংলাদেশ সময়: ২১:৩৩:০৯   ৭০ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


শশীভূষণ বাজারে অগ্নিকান্ডে তিন দোকান পুড়ে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি
ভোলায় তিনদিন ব্যাপী সাংবাদিকদের বেসিক জার্নালিজম ট্রেনিং এর উদ্বোধন
ভোলার কৃষকরা ঝুঁকছেন ক্যাপসিকাম চাষে
স্মার্টফোনে ই-লাইসেন্স দেখিয়েও গাড়ি চালানো যাবে
ইতিহাসে প্রথমবারের মতো মিস ইউনিভার্স প্রতিযোগিতায় সৌদি সুন্দরী
মনপুরায় রোগীদের সহায়তার ৩ লক্ষ টাকার চেক বিতরন ॥
ভোলা ইসলামী আন্দোলনের আলোচনা সভা ও ইফতার মাহফিল।
মনপুরায় মহান স্বাধীনতা দিবস পালিত
ভোলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৪ উদযাপন
ভোলায় রাসূল(সাঃ) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল

আর্কাইভ