

শুক্রবার ● ১৩ মে ২০২২
প্রথম পাতা » চরফ্যাশন » চরফ্যাশনে ভোজ্য তেলের অবৈধ মজুদ তিন ব্যবসায়ীকে অর্থদন্ড
চরফ্যাশনে ভোজ্য তেলের অবৈধ মজুদ তিন ব্যবসায়ীকে অর্থদন্ড
অবৈধ মজুদদারদের বিরুদ্ধে পরবর্তীতে কঠোর ব্যবস্থা গ্রহনের ঘোষনা
মিজান নয়ন, চরফ্যাশন ব্যুরো ॥
ভোলার চরফ্যাশন উপজেলা সদর বাজারে ভোজ্যতেলের অবৈধ মজুদ তল্লাশির পর তিনটি ব্যবসা প্রতিষ্ঠানের ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে জাতীয় ভোক্তা অধিকার ভোলা জেলার সহকারী পরিচালক মো. মাহমুদুল হাসান এ জরিমানা করেন। জরিমানাকৃত ব্যবসা প্রতিষ্ঠানগুলোর মধ্যে মেসার্স একতা ট্রেডার্সকে দশ হাজার টাকা, মেসার্স ইব্রাহিম ট্রেডার্সকে পাঁচ হাজার টাকা ও মিয়াজী ট্রেডার্সকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভোক্তা অধিকারের ভোলার সহকারী পরিচালক মো. মাহমুদুল হাসান জানান, এসকল অভিযান শুধু প্রাথমিক সতর্কতামূলক ব্যবস্থা মাত্র। অবৈধ মজুদদার ও অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে পরববর্তীতে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এখন সকলকে সাবধান করতে পরামর্শমূলক বার্তা দেয়া হচ্ছে বলে তিনি জানান ।