লালমোহনে জেলেদের জালে ধরা পড়লো রাজা ইলিশ

প্রথম পাতা » এক্সক্লুসিভ » লালমোহনে জেলেদের জালে ধরা পড়লো রাজা ইলিশ
বুধবার, ৪ মে ২০২২




মনজুর রহমান।।ভোলাবাণী।।

ভোলার লালমোহনে মেঘনায় জেলেদের জালে ধরা পড়লো দুইটি  রাজা ইলিশ।

বুধবার (৪ মে) বিকালে উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের বাত্তির খাল মৎস্য ঘাটে এ ইলিশ পাওয়া গেছে।

জেলে গিয়াস উদ্দিন মাঝির নৌকায় মাছ দুইটি ধরা পড়ছে। মাছ দুটি ওজনে আড়াই কেজি করে ৫ কেজি হবে।

ছবিঃ লালমোহন উপজেলার বাত্তিরখাল মৎস্য ঘাটে জেলে আবদুল রহিমের হাতে ২ টি রাজা ইলিশএটি এ মৌসুমের সবচেয়ে বড় ইলিশ বলে জেলেরা জানান।

জেলে গিয়াস উদ্দিন মাঝি বলেন, দুপুর ১২ টার দিকে লালমোহনের বাতির খাল থেকে ১১ জন জেলে নিয়ে মাছ শিকারে যান তারা। বিকাল ৪ টা পর্যন্ত জাল বেয়ে দুটি আড়াই কেজি ওজনের রাজা ইলিশসহ প্রায় ২০ টি ইলিশ পেয়েছেন। এসব মাছের মূল্য প্রায় ১০ হাজার টাকা হবে। এতো বড় মাছ এর আগে জেলেদের জালে ধরা পড়েনি। তবে মাছ দুটি ঘাটে আনা হলেও তা বিক্রি হয়নি। বৃহস্পতিবার সকালে বিক্রির জন্য রেখে দেয়া হয়েছে।

জেলে মনির হোসেন  মাঝি জানান,সকালে প্রায় ২ কেজি ওজনের ২ টি ইলিশ পাইছি। আড়ৎ নিয়ে ২ টি  ইলিশ বিক্রি করেছি ৭ হাজার ৯শ টাকা।এ রকম প্রতিদিন ২/৩ টি করে জেলেদের জালে  ইলিশ পাওয়া যায়।

ওই ঘাটের আড়ৎদার মোঃ শাহিন বলেন, ২/৩ দিন ধরে জেলেদের জালে বড় সাইজের মাছ ধরা পড়ছে। তবে এ দুটি মাছ কিছুটা বড় ছিলো।

স্থানীয় জেলেরা জানালেন, ইলিশ ধরার শুরুতে জেলেদের জালে তেমন মাছ ধরা পড়েনি। তবে গত ২/৩ দিন ধরে ইলিশ ধরা পড়ছে।এতে হাসি ফুটেছে জেলেদের।


লালমোহন উপজেলার মৎস্য কর্মকর্তা রুহুল কুদ্দুস জানান,, টানা ২ মাস নিষেধাজ্ঞা ছিলো।তখন নদীতে জেলেরা মাছ শিকারে যেতে পারে নাই। এ ২ মাসে  মাছের আকার অনেক বড় হয়েছে। তাই জেলেদের জালে বড় ইলিশ পাওয়া যাচ্ছে।

বাংলাদেশ সময়: ২০:৩৯:০৭   ৬৬ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

এক্সক্লুসিভ’র আরও খবর


বীর মুক্তিযোদ্ধা গাজী আব্দুর রউফ’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ
ভোলায় রমজান উপলক্ষে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করলেন কাঞ্চন-ফাতেমা ফাউন্ডেশন
দাম অযৌক্তিক বলছেন বাজার সংশ্লিষ্টরাভোলায় ভরা মৌসুমেও কমেনি সবজির দাম: লাগামহীন দামে দিশেহারা ক্রেতা
ভোলায় শৈত্যপ্রবাহে হাঁড় কাঁপানো শীতে জনজীবন বিপন্ন
ভোলায় রাতের আঁধারে কম্বল হাতে মানুষের দ্বারে জেলা প্রশাসক
মনপুরায় বিষধর রাসেল ভাইপার উদ্ধার।।বনে অবমুক্ত
হোগলা পাতায় ভাগ্য বদলের সংগ্রাম শত নারী”র
ভোলায় ২দিন ব্যাপী জেলা সাহিত্য মেলার উদ্বোধন
কমে গেল আলুর দামভোলায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মাঠে নামলো উপজেলা প্রশাসন।
নকল পণ্য ঠেকাতে সাইফুলেরে উদ্ভাবন

আর্কাইভ