শশুরবাড়ি বউ আনতে গিয়ে স্বামী গ্রেফতার

প্রথম পাতা » প্রধান সংবাদ » শশুরবাড়ি বউ আনতে গিয়ে স্বামী গ্রেফতার
বুধবার, ২৭ এপ্রিল ২০২২



খলিল উদ্দিন ফরিদ।। ভোলা জেলা প্রতিনিধিঃ

শশুর বাড়ি বউ আনতে গিয়ে ধরা খেলেন সোহেল।বউ ৯৯৯-এ ফোন দিয়ে পুলিশে ধরিয়ে দিলেন স্বামীকে। মঙ্গলবার রাতে ভোলার লালমোহন পৌর এলাকার ৮নং ওয়ার্ড থেকে স্বামী রডমিস্ত্রি সোহেলকে আটক করে পুলিশ।

শশুরবাড়ি বউ আনতে গিয়ে স্বামী  গ্রেফতারবুধবার দুপুর পর্যন্ত থানাহাজতে আটক রয়েছে সোহেল। সোহেল উপজেলার বদরপুর ইউনিয়নের চরটিটিয়া গ্রামের মো. সফিজল খানের ছেলে।

থানাহাজতে সোহেল জানান, এ বছরের জানুয়ারি মাসে তাদের বিয়ে হয়। বিয়ের পর তিনি ঢাকায় চলে যান। সেখানে রডমিস্ত্রির ঠিকাদারি করেন। বাড়িতে স্ত্রী অন্য একজনের সঙ্গে মোবাইলে কথা বলার কারণে তার সঙ্গে রাগারাগি করলে সে বাবার বাড়ি চলে যায়।

মঙ্গলবার ঢাকা থেকে বাড়ি আসেন সোহেল। বিকালে বউকে বাড়ি নিতে শ্বশুরবাড়ি যান আইসক্রিম নিয়ে। সন্ধ্যার দিকে তার স্ত্রী ৯৯৯-এ ফোন দিয়ে তাকে পুলিশে দেয়।

সোহেলের স্ত্রী শাবানা জানান, বিয়ের পর তার স্বামী অন্য একজনের সঙ্গে সম্পর্ক আছে বলে মিথ্যা অভিযোগ আনেন তার বিরুদ্ধে। এসব নিয়ে তাকে মারধর করা হয়। যার কারণে ৯৯৯-তে ফোন দিয়ে তাকে পুলিশে দিয়েছেন তিনি।

লালমোহন থানার ওসি মাকসুদুর রহমান মুরাদ জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯ থেকে থানায় জানানো হয় স্ত্রীকে মারধর করা হচ্ছে। পরে পুলিশ গিয়ে সোহেলকে আটক করে। কোনো লিখিত অভিযোগ বা মামলা করা হয়নি। যার কারণে সোহেলকে মুচলেকায় পরিবারের কারও জিম্মায় ছেড়ে দেওয়া হবে। কিন্তু দুপুর পর্যন্ত পরিবারের কেউ আসেনি।

বাংলাদেশ সময়: ১৫:৫৭:৩৩   ৭৬ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইসরায়েল
৩ মাস ধরে বন্ধ বিদ্যুৎ প্লান্টতীব্র গরম আর বিদ্যুতের ভয়াবহ লোডশেডিংয়ে অতিষ্ঠ ভোলাবাসী
মনপুরায় প্রাণিসম্পদ প্রদর্শনী মেলার উদ্ভোধন ॥
চরফ্যাশনে স্বামীর প্রহার থেকে স্ত্রীকে রক্ষা করতে গিয়ে আহত-৩
চরফ্যাশনে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজীতে অতিষ্ঠ মানুষ
চরফ্যাসনে তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের হামলায় আহত ৯
ইসরায়েলকে ‘সহায়তা করা’ নিয়ে মুখ খুলল সৌদি
প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপন শেষেকর্মস্থলে ফিরছে মানুষ, ইলিশা ঘাটে যাত্রীদের চাপ
আইপিএলে চতুর্থ দ্রুততম সেঞ্চুরিয়ান ট্রাভিস হেড
উত্তর দিঘলদী ইউনিয়নে জনসভা ও পথসভা করেছেন চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ ইউনুছ

আর্কাইভ