নৌপুলিশের গুলিতে জেলে নিহত।। নিহত আমির হোসেনের বাড়িতে চলছে শোকের মাতম

প্রথম পাতা » এক্সক্লুসিভ » নৌপুলিশের গুলিতে জেলে নিহত।। নিহত আমির হোসেনের বাড়িতে চলছে শোকের মাতম
সোমবার, ১১ এপ্রিল ২০২২





আকতারুল ইসলাম আকাশ।।স্টাফ রিপোর্টার।।ভোলাবাণী।। 

বাড়ি থেকে গাঙ্গে যাওয়ার সময় বইলা গেছে মনার দিকে খেলায় রাখিস। বাড়িত আইয়া তারাবি নামাজ পরমু, আমার লাইগা দোয়া করিস। কথা দিয়া মনার বাবায় তো আইলো না। ঘরে অভাব, তাই বাধ্য হয়ে সে নদীতে গেছে। এখন পোলা এবং বৃদ্ধা শ্বশুর-শাশুড়িকে কে দেখবে? আমরা তো শ্যাষ হইয়া গেলাম।’ এভাবেই কথাগুলো বলছিলেন মেঘনায় মাছ ধরতে গিয়ে নৌ পুলিশের গুলিতে নিহত ভোলার রাজাপুর ইউনিয়নের মোহাম্মদ আলীর গ্রামের জেলে আমির হোসেনের স্ত্রী সুরভী বেগম।



পুলিশের গুলিতে নিহত আমির হোসেনের বাড়িতে চলছে শোকের মাতমএকমাত্র উর্পাজনক্ষম ব্যক্তিকে হারিয়ে পরিবারে চলছে শোকের মাতম। মৃত্যুর খবর আসার পর থেকে বিলাপ করছেন স্ত্রী ও মা। শোকে বার বার মূর্ছা যাচ্ছেন তারা। কী করে চলবে আগামী দিনগুলো। কোনো কুল-কিনারা খুঁজে পাচ্ছে না পরিবারটি।



নিহতের স্বজনরা জানান, পরিবারের অভাবের কারণে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরতে যায় আমিরসহ ১১ জেলে।



জেলে আমিরের মা ছকিনা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমার ছেলের দোষ নেই। হেরা আমার পোলারে গুলি কইরা মারছে। আমি পোলা হত্যার বিচার চাই।’



জেলে আমিরের বোন নার্গিস বেগম বলেন, ‘নদীতে নৌ পুলিশের সঙ্গে ভাইদের কোনো ঝামেলা হয়নি। ঝামেলা হয়েছে অন্য ট্রলারের সঙ্গে। কিন্তু তারপরও তাদের ওপর গুলি চালিয়েছে নৌ পুলিশ।’



জানা গেছে, ভোলা সদরের চর মোহাম্মদ আলীর গ্রামের আমিরসহ ১১ জেলে মনির চৌকিদারের ট্রলার নিয়ে মাছ শিকারে গিয়েছিলেন। শনিবার রাত ৯-১০টার দিকে টহলরত নৌ পুলিশের সঙ্গে জেলেদের সংঘর্ষ হয়। এতে এক জেলে নিহত ও বেশ কয়েকজন আহত হন। তবে নৌ পুলিশ দাবি করেছে, জেলেদের ইটপাটকেলের আঘাতেই জেলের মৃত্যু হয়েছে।



লক্ষ্মীপুর মজু চৌধুরীরহাট ঘাটের নৌ পুলিশের ইনচার্জ  মো. জামান জানান, নৌ পুলিশের গুলিতে কেউ মারা যায়নি, জেলেদের ইট-পাটকেলের আঘাতে নৌ পুলিশের পাঁচ সদস্য আহত হয়েছে। তারা হাসপাতালে ভর্তি রয়েছে। জেলেদের নিজের ইটের আঘাতে জেলের মৃত্যু হয়েছে।



জানতে চাইলে ভোলার অতিরিক্ত জেলা প্রশাসক সুচিত কুমার হালদার বলেন, আগে ঘটনার সঠিক তদন্ত হবে। তারপর যদি জেলেরা নির্দোষ প্রমাণিত হয় তাহলে জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহত জেলে পরিবারকে সহায়তা দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১০:৪৬:৫৬   ১১৬ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

এক্সক্লুসিভ’র আরও খবর


ভোলাবাসীকে ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন মোঃ আকতার হোসেন
ভোলাবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর
ভোলাবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন মিজানুর রহমান শাহিন
অসহায়দের পাশে দাঁড়ানোর আহ্বান ভোলাবাসীকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন মজনু মোল্লা
চরফ্যাশন মনপুরাবাসীকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন এমপি জ্যাকব ॥
ভোলায় ৩ শতাধিক অসহায় দুস্থ পরিবারের মুখে হাসি ফুটালো বিবা’র মানবতার দেয়াল
দক্ষিণ আইচায় স্কুল ছাত্র নয়নের রিমোট কন্ট্রোল নিয়ন্ত্রিত লঞ্চ ভাসছে পানিতে
ভোলার বাজারে সরকার নির্ধারিত দামে বিক্রি হচ্ছে না বেশীরভাগ পন্য
বীর মুক্তিযোদ্ধা গাজী আব্দুর রউফ’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ
ভোলায় রমজান উপলক্ষে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করলেন কাঞ্চন-ফাতেমা ফাউন্ডেশন

আর্কাইভ