৪ কোটি টাকা ব্যয়ে অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজের ভবন নির্মাণের অনুমোদন

প্রথম পাতা » চরফ্যাশন » ৪ কোটি টাকা ব্যয়ে অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজের ভবন নির্মাণের অনুমোদন
রবিবার, ১০ এপ্রিল ২০২২



---

নুরুল্লাহ ভূইয়া, চরফ্যাসন(ভোলা): ৪ কোটি ৩৩ লাখ ৬১ হাজার ২১৪ টাকা ব্যয়ে চরফ্যাসনের “দক্ষিণ আইচা অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজ” এর একাডেমিক ভবন নির্মাণের অনুমোদন দিয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। ভোলা জেলা পরিষদের এডিপি সাধারণ/বিশেষ বরাদ্দের আওতায় এ প্রাক্কলন অনুমোদন দেওয়া হয়।


বুধবার (৬ এপ্রিল) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য পাওয়া যায়।


এদিকে নতুন একাডেমিক ভবন নির্মাণে অনুমোদন পাওয়ার সংবাদ পেয়ে কলেজটির অস্থায়ী ক্যাম্পাসে ক্লাস করা ছাত্র-ছাত্রীরা দক্ষিণ আইচা অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজের প্রতিষ্ঠাতা ভোলা-৪ (চরফ্যাসন-মনপুরা) আসনের সাংসদ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে।


ছাত্র-ছাত্রীর অভিভাবকদের একজন দক্ষিণ আইচার বাসিন্দা আব্দুস শহীদ বলেন, ‘বঙ্গোপসাগরের কোলঘেঁষা দক্ষিণ আইচা এলাকার শত শত ছাত্র-ছাত্রীদেরকে এতদিন উচ্চ মাধ্যমিক শিক্ষা অর্জনের জন্য এলাকা ত্যাগ করে অন্যত্র যেতে হতো, চরফ্যাসনের শিক্ষাবান্ধব সাংসদ আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপির আন্তরিক প্রচেষ্টায় দক্ষিণ আইচা অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজ প্রতিষ্ঠা হওয়ায় শিক্ষার্থীরা নিজ এলাকায় সহজে উচ্চ শিক্ষা পাচ্ছে।’ তিনি বলেন, ‘কলেজটির একাডেমিক ভবন নির্মাণ অনুমোদন পাওয়ায় কলেজ শিক্ষার্থীদের অভিভাবক হিসেবে সন্তানদের সাথে আমরাও আনন্দিত।’


কলেজটির অধ্যক্ষ আবুল হাসেম মহাজন বলেন, ‘চরফ্যাসনের সর্ব দক্ষিণের হাজার হাজার শিক্ষার্থীদের মাঝে সহজে উচ্চ শিক্ষা পৌছানোর লক্ষ্য নিয়ে আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি মহোদয় দক্ষিণ আইচা অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজ প্রতিষ্ঠা করেন। তিনি সার্বক্ষণিক কলেজের খোঁজ খবর নিয়ে থাকেন। কলেজের বিশাল দৃষ্টি নন্দন ক্যাম্পাস নির্মাণে তার দীর্ঘ পরিকল্পনা রয়েছে বলে জেনেছি। ৪ কোটির বেশি টাকা ব্যয়ে একাডেমিক ভবন নির্মাণ অনুমোদন পাওয়ায় আমরা কলেজ শিক্ষক-কর্মচারীরা মাননীয় সংসদ সদস্যকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাচ্ছি।’

বাংলাদেশ সময়: ১৩:১১:৫৭   ৬১ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চরফ্যাশন’র আরও খবর


চরফ্যাশনে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস পালিত
চরফ্যাশনে তরমুজের বাম্পার ফলনে চাষিদের মুখে হাসি
অভয়াশ্রমে মাছ ধরার নিষেধাজ্ঞায় দুর্দশায় জেলেরা
চরফ্যাশনে বাবার লাশ দাফনে সন্তানদের আপত্তি নির্ধারিত সময়ে জানাজা হয়নি, সমঝোতার চেষ্টা
চরফ্যাশনে হাঙ্গর মাছের শুটকিসহ গ্রেফতার-২
চরফ্যাশনে হারুন হত্যার কারণ নতুন অটো রিকশা, তিন আসামী গ্রেফতার ছুরি উদ্ধার
চরফ্যাশনে অটোরিকশা চালক হত্যা মামলায় ১ জনকে গ্রেফতার করেছে র‌্যাব
চরফ্যাশনে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই
আওয়ামীলীগ আবারও ক্ষমতায় আসবে: এমপি জ্যাকব
চরফ্যাশনে যাত্রীবাহী বাসে আগুন, বিএনপির ৪ নেতা গ্রেফতার

আর্কাইভ