চরফ্যাসনে তরমুজ গাছের সাথে শত্রুতা

প্রথম পাতা » দক্ষিণ আইচা » চরফ্যাসনে তরমুজ গাছের সাথে শত্রুতা
শনিবার, ১২ মার্চ ২০২২



সেলিম রানা।। ভোলাবাণী

চরফ্যাসন উপজেলার দক্ষিণ আইচা থানার অধ্যক্ষ নজরুল নগর ইউনিয়ন ৭ নম্বর ওয়ার্ডের স্বপন মুন্সী নামে এক কৃষকের ১০০ শতাংশ জমির ফলন্ত তরমুজ গাছের সাথে শত্রুতা করে  উপড়ে ফেলা হয়েছে। একই এলাকার মো. তাহের, ছাহিদুল, সজীব, রাসেদ, সাইফুল এই তরমুজ গাছ উপড়ে ফেলছে বলে কৃষক স্বপন’র স্ত্রী খাদিজা বেগমের অভিযোগ।

চরফ্যাসনে তরমুজ গাছের সাথে শত্রুতাক্ষতিগ্রস্ত কৃষক স্বপন মুন্সী জানান, তিনি কয়েক বছর ধরে জমি লগ্নি করে তরমুজ আবাদ করে আসছেন। এবছরও প্রায় দু’লাখ টাকা খরচ করে তরমুজের আবাদ করে। কিন্তু তাহের গংরা তার ফুল ও ফল ধরা ১০০ শতাংশ জমির তরমুজ শুক্রবার (১১ মার্চ) দিবাগত রাতে উপড়ে ফেলেছে। তিনি আরও জানান, আমি স্থানীয় ইউপি চেয়ারম্যান রুহুল আমিন হাওলাদারকে উপরে ফেলা তরমুজ গাছ সহ বিষয়টি জানিয়ে তরমুজ খেতে আসলে তাহের গংরা আমাকেও আমার স্ত্রী সন্তানের ভয়ভীতি প্রদর্শন করে। স্বপনের স্ত্রী খাদিজা বেগম জানান, পূর্ব শত্রুতার জেরে আমাদের তরমুজ গাছ উপরে ফেলেছে তাহের গংরা,আমি তিনটি এনজিও থেকে ঋণ নিয়েছি, এখন টাকা কিভাবে পরিশোধ দিবো তা ভেবে কান্নায় ভেঙে পরেন। যেন শোকের মাতম চলছে ওই পরিবারে। এ বিষয়ে অভিযুক্ত তাহের জানান, আমি স্বপনের তরমুজ গাছ উপরে ফেলি নাই এগুলো মিথ্যা ও বানোয়াট কথা। এদের সাথে আমাদের পূর্বের শত্রুতার জের ধরে এবং আমার তরমুজ ফলন ভাল হওয়ায় আমাকে ফাঁসানের চেষ্টা চালাচ্ছে তারা। এই বিষয়ে  দক্ষিণ আইচা থানার তদন্ত (ওসি) মিলন কুমার ঘোষ জানান, অভিযোগ পেয়েছি ঘটনা তদন্ত পূর্বক আইনআনুক ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ সময়: ১৯:৫৩:৫৬   ৬৮ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

দক্ষিণ আইচা’র আরও খবর


দক্ষিণ আইচায় ২৫ বছর করে দণ্ডপ্রাপ্ত দুই আসামি গ্রেফতার
দক্ষিণ আইচায় স্কুল ছাত্র নয়নের রিমোট কন্ট্রোল নিয়ন্ত্রিত লঞ্চ ভাসছে পানিতে
দক্ষিণ আইচায় জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত
ভোলায় ২৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার করেছ
দক্ষিণ আইচায় প্রতিপক্ষের হামলায় দুই নারী আহত
দুই চেয়ারম্যানের মৃত্যুতে স্মরণ সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত
চর আইচা মাধ্যমিক বিদ্যালয়ে বই উৎসব উদযাপন
১২ বছর পালিয়ে থেকে ও শেষ রক্ষা পেলেন না নুর মোহাম্মদ
দক্ষিণ আইচায় নৌকার প্রার্থী এমপি জ্যাকব এর উঠান বৈঠক
দক্ষিণ আইচায় এক স্কুল ছাত্রীকে অপহরণ, মুচলেকায় মুক্তি

আর্কাইভ