

রবিবার ● ৬ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » এক্সক্লুসিভ » বোরহানউদ্দিনের কুঞ্জেরহাট উপশহরে ময়লার স্তুপ, ব্যর্থতা কার!
বোরহানউদ্দিনের কুঞ্জেরহাট উপশহরে ময়লার স্তুপ, ব্যর্থতা কার!
বিশেষ প্রতিনিধি।।ভোলাবাণী
ভোলার বোরহানউদ্দিনের উপশহর খ্যাত কুঞ্জেরহাট বাজারের প্রাণকেন্দ্রে দীর্ঘদিন ধরে ময়লার স্তুপ জমে থাকলেও অপসারণের উদ্যোগ নেই।
সরেজমিনে দেখা যায়, জেলার দ্বিতীয় বৃহত্তম এ বাজারের হাওলাদার মার্কেটের বিশাল অংশ জুড়ে ময়লার স্তুপ। এ নিয়ে ব্যবসায়ীরা অভিযোগ করে আসলেও বাজার ব্যবসায়ী কমিটি ময়লা অপসারণে কোন উদ্যোগ নেয়নি। হাওলাদার মার্কেটের ব্যবসায়ীরা জানান, বাজারের ব্যবসায়ী কমিটি উদ্যোগ নিয়ে এই ময়লার স্তুপ অপসারণ করতো তাহলে এমন দুরবস্থা আমাদেরকে পোহাতে হতো না। ময়লার দুর্গন্ধে চারপাশে ব্যবসা প্রতিষ্ঠান চালানো একন দুষ্কর হয়ে পড়েছে।ক্রেতারা দুর্গন্ধে মার্কেটের ভিতরে প্রবেশ করতে চায় না বলেও তারা জানান। এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যবসায়ী জানান, ‘এ ব্যর্থতা বাজার ব্যবসায়ী কমিটির কারণ দীর্ঘ ১৫ বছর যাবৎ এ কমিটি নির্বাচন বহির্ভূত পরিচালিত হচ্ছে, যার ফলে তাদের কোনো জবাবদিহিতা নেই।’
এদিকে বাজারে এসব ময়লা অপসারণে কার্যকর পদক্ষেপ না থাকায় ড্রেনেজ ব্যবস্থায় বর্ষা মৌসুমে জলাবদ্ধতার সৃষ্টি হয়।
ময়লার স্তুপ অপসারণ বিষয়ে কুঞ্জেরহাট বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক বেলায়েত হেসেন বলেন, ‘বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে। কমিটির সভাপতিসহ নেতৃবৃন্দ ও ব্যবসায়ীদের সাথে আলোচনা করে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।