ভোলায় বিজয়ী মেম্বারপ্রার্থীর বাড়িতে হামলা, আহত ৩০

প্রথম পাতা » প্রধান সংবাদ » ভোলায় বিজয়ী মেম্বারপ্রার্থীর বাড়িতে হামলা, আহত ৩০
বৃহস্পতিবার, ৬ জানুয়ারী ২০২২




স্ট্যাফ রির্পোটার ॥ ভোলাবাণী


ভোলায় নির্বাচনে হেরে বিজয়ী ইউপি সদস্যসহ তার সমর্থকদের ওপর হামলার অভিযোগ উঠেছে পরাজিত প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে। এতে উভয়পক্ষের অন্তত ৩০জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৬ জানুয়ারি) সকালে সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের তুলাতুলি গ্রামে এ ঘটনা ঘটে।


ভোলায় বিজয়ী মেম্বারপ্রার্থীর বাড়িতে হামলা, আহত ৩০বিজয়ী ইউপি সদস্য মো. কামাল হোসেন লিটন শিকদার বলেন, ৫ জানুয়ারি (বুধবার) নির্বাচনে মোরগ প্রতীক নিয়ে ১৬১ ভোটে ইউপি সদস্য নির্বাচিত হই। ফলাফল ঘোষণার পর থেকে পরাজিত প্রার্থী (ফুটবল) প্রতীকের মো. শাহে আলম সিকদার তার সমর্থকরা আমাদের নানাভাবে হুমকি দিয়ে আসছিলেন। বিজয়ের পরে বৃহস্পতিবার সকালে ওই ওয়ার্ডের তুলাতুলি এলাকার করিম আলী সিকদার বাড়ির সামনে সমর্থকদের সঙ্গে দেখা করতে গেলে মো. শাহে আলম সিকদার নেতৃত্বে ইমন, এমরান, মোজাম্মেল শিকদার, শাহিন, রুবেল, নাছির, জাহিদ, তামিমসহ একদল ক্যাডার বাহিনী হামলা চালায়। লোকজন হামলা চালায়। এরপর থেকে যারে যেখানে পেয়েছে সেখানেই পিটিয়েছেন। আমার সমর্থক ইমতিয়াজের দোকান লুটপাট করে নগদ ১০ হাজার নিয়ে গেছেন, আমার বাড়ির সামনে কাচারি ঘর ভাংচুর করে আগুন দিয়েছেন। বাড়ির সামনে বোমাবাজি করেছে। এতে আমাদের আলাউদ্দিন সিকদার, আলমগীর সিকদার, রুবলে সিকদার, ইমতিয়াজ, লিমন, বিল্লাল, মাইনুদ্দিন, সালমান সিকদার, আকলিমা লিমন, জান্নাত বিল্লাল, মাসুম সিকদার, কামাল চৌকিদার, সাকিব চৌকিদার, কামরুল,  ফারুক, আকলিমা, জাহানারা বেগম সহ প্রায় ২০জন আহত হয়েছে।


তবে অভিযোগ অস্বীকার করে পরাজিত ইউপি সদস্য প্রার্থী মো. শাহ আলম বলেন, ‘বিজয়ী হয়ে তারা আমার লোকজনের ওপর হামলা চালিয়েছে। প্রতিপক্ষের হামলায় আমার ১০ জন আহত হয়েছেন।


ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. ফরিদ শেখ বলেন, ‘পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। তবে এখনো কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থাগ্রহণ করা হবে।

বাংলাদেশ সময়: ২০:১৭:৩৯   ৬৬ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


চরফ্যাসনে হিটস্ট্রোকে যুবকের মৃত্যু
ভোলায় তীব্র প্রবাহে অস্থির জনজীবন
গ্রাম বাংলার ঐতিহ্য কাচারি ঘর বিলুপ্তির পথে ॥
ভোলা সদর উপজেলা নির্বাচন ২০২৪আপনাদের পবিত্র ভোট ৫ বছরের জন্য ভাল পাত্রে জমা রাখবেন-মোহাম্মদ ইউনুছ
দেশ ভাঙার ষড়যন্ত্রে লিপ্ত কংগ্রেস: নরেন্দ্র মোদি
ঝুঁকি নিয়ে সাঁকো পারাপার খালের উপর ব্রিজ নির্মানের দাবী মনপুরাবাসীর ॥
লালমোহনে সাংবাদিকদের সাথে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময়
লালমোহনে আবাসনের ঘর জবরদখলের অভিযোগ
উপজেলা পরিষদ নির্বাচন ২৪ভোলার ৩ উপজেলায় ৩৮ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল
কাউকে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ক্ষুণ্ন করতে দেব না : প্রধানমন্ত্রী

আর্কাইভ