হঠাৎ বইছে ঠান্ডা বাতাস, শীত আরও বাড়বে

প্রথম পাতা » প্রধান সংবাদ » হঠাৎ বইছে ঠান্ডা বাতাস, শীত আরও বাড়বে
রবিবার, ১৯ ডিসেম্বর ২০২১



ভোলাবাণী ডেক্স ঃ

গতরাত থেকেই হঠাৎ বইছে ঠান্ডা বাতাস। সকালে সেটি আরও বেড়েছে। এই বাতাসে আগামী দুই-তিন দিনের মধ্যে ঢাকা ও এর আশপাশের এলাকায় তাপমাত্রা আরও কমবে। আর হালকা থেকে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে দেশের উত্তরাঞ্চলে। এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

হঠাৎ বইছে ঠান্ডা বাতাস শীত আরও বাড়বেবর্তমানে রংপুর ও রাজশাহী বিভাগে গড় তাপমাত্রা রয়েছে ১২ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াস। আগামী দুই-তিন দিনের মধ্যে তাপমাত্রা কমে যাবার সম্ভাবনা রয়েছে। তবে ওই দুই বিভাগের বাইরে দেশের অন্য জেলাগুলোতে এখনই শৈত্যপ্রবাহ নামার সম্ভাবনা নেই। আরও কিছু দিন সময় লাগবে। তবে সারা দেশেই তুলনামূলকভাবে শীত বাড়তে শুরু করেছে।

তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াস থেকে শুরু করে ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকলে যে শৈত্যপ্রবাহ শুরু হয়, তাকে একবারে মৃদু শৈত্যপ্রবাহ বলা হয়। তাপমাত্রা ৬ থেকে ৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে সেখানে মাঝারি শৈত্যপ্রবাহ বইছে বলে ধরে নেয়া হয়। আর তাপমাত্রা ৪ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াসে থাকলে তীব্র শৈত্যপ্রবাহ ধরা হয়।

আবহাওয়া অধিপ্তরের ওয়েবসাইটে জানানো হয়েছে, রবিবার (১৯ ডিসেম্বর) সকালে ঢাকা বিভাগের সর্বোচ্চ তাপমাত্রা ১৬.১ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

সকালে বাতাসের আর্দ্রতা ছিল ৭২ শতাংশ, যা বিকেলে নেমে আসতে পারে ৩৭ শতাংশে। আকাশ আংশিক মেঘলা থাকলেও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘণ্টায় রাতের তাপমাত্রা হ্রাস পেতে পারে। আগামী পাঁচ দিনে আবহাওয়া সামান্য পরিবর্তন হতে পারে।

বাংলাদেশ সময়: ১২:০১:১৭   ৬৬ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


ভোলা সদর উপজেলা নির্বাচন ২০২৪আপনাদের পবিত্র ভোট ৫ বছরের জন্য ভাল পাত্রে জমা রাখবেন-মোহাম্মদ ইউনুছ
দেশ ভাঙার ষড়যন্ত্রে লিপ্ত কংগ্রেস: নরেন্দ্র মোদি
ঝুঁকি নিয়ে সাঁকো পারাপার খালের উপর ব্রিজ নির্মানের দাবী মনপুরাবাসীর ॥
লালমোহনে সাংবাদিকদের সাথে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময়
লালমোহনে আবাসনের ঘর জবরদখলের অভিযোগ
উপজেলা পরিষদ নির্বাচন ২৪ভোলার ৩ উপজেলায় ৩৮ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল
কাউকে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ক্ষুণ্ন করতে দেব না : প্রধানমন্ত্রী
প্রচণ্ড গরমে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণা
শশীভূষণে পানিতে ডুবে দুই সহোদরের মৃত্যু
বিদ্যুতের ভেলকিবাজিতে অতিষ্ট ব্যবসায়ীসহ গ্রাহকবিদ্যুত বিহীন মনপুরা ॥ তীব্রতাপদাহে ভোগান্তিতে সাধারন মানুষ

আর্কাইভ