

রবিবার ● ১৭ অক্টোবর ২০২১
প্রথম পাতা » এক্সক্লুসিভ » ভোলা জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসেবে আ্যওয়ার্ড পেয়েছেন আলহাজ্ব আব্দুল ওয়াদুদ মিয়া
ভোলা জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসেবে আ্যওয়ার্ড পেয়েছেন আলহাজ্ব আব্দুল ওয়াদুদ মিয়া
নিজস্ব প্রতিনিধি।।ভোলাবাণী।।
জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান ও সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় গোল্ডেন জুবিলী আ্যওয়ার্ড পেয়েছেন ভোলার চরফ্যাসন উপজেলার ১৬নং মুজিবনগর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল ওয়াদুদ মিয়া।
শুক্রবার (১৫ অক্টোবর) সার্ক কালচারাল ফোরামের পক্ষ থেকে ঢাকার কাটাবন এলাকায় অবস্থিত নিউ চিংড়ি চাইনিজ রেস্টুরেন্ট গোল্ডেন জুবিলী আ্যয়ার্ড প্রদান করা হয়।
এ ব্যাপারে চেয়ারম্যান আলহাজ্ব ওয়াদুদ মিয়া জানান, মানুষের ও এলাকার উন্নয়নের জন্য কাজ করতে চেয়ারম্যান হয়েছি। জাতির পিতার আদর্শ লালন করে মানুষের জন্য শতভাগ নিবেদিত রয়েছি এবং থাকবো। আমাকে ভোলা জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসেবে সম্মানিত করায় আমি সবার কাছে কৃতজ্ঞ। এ সম্মাননা আমি ১৬ নং মুজিবনগর ইউনিয়নবাসীকে উৎসর্গ করলাম।
এদিকে গোল্ডেন জুবিলী আ্যয়ার্ড পাওয়ায় ১৬ নং মুজিবনগর ইউনিয়নের সর্বস্তরের জনগন চেয়ারম্যানকে শুভেচ্ছা জানিয়েছেন।