ভোলায় একটি ইলিশের দাম ৪৩০০ টাকা!

প্রথম পাতা » এক্সক্লুসিভ » ভোলায় একটি ইলিশের দাম ৪৩০০ টাকা!
রবিবার, ২৬ সেপ্টেম্বর ২০২১



স্টাফ রিপোর্টার ॥ভোলাবাণী।। ভোলার মেঘনা নদীতে জেলেদের জালে ধরা পরেছে ২ কেজি ৯০০ গ্রাম ওজনের একটি ইলিশ মাছ। মাছটি ঘাটে তুলতেই এক নজর দেখতে ভিড় জমাচ্ছেন ক্রাতা ও বিক্রতারা।
জানা যায়, গতকাল রাতে ভোলার মেঘনা নদীতে ধনিয়া তুলাতুলি মাছঘাট এলাকার জেলে করিম মাঝির জালে ছোট ও মাঝারি আকার ইলিশের সাথে ধরা পরে এই বড় মাছটি।

ভোলার মেঘনা নদীতে জেলেদের জালে ধরা পরেছে ২ কেজি ৯০০ গ্রাম ওজনের একটি ইলিশ মাছ।

শনিবার (২৫ সেপ্টেম্বর) সকালে ধনিয়া তুলাতুলি মাছঘাটে নান্নু চেয়ারম্যান এর আড়ৎদে মাছটি ডাকে (নিলামে) তুললে মাছ ব্যবসায়ী মো. আলামিন সর্বোচ্চ দামে মাছটি ৪ হাজার ৩০০ টাকায় কিনে নেন।
করিম মাঝি বলেন, গতকাল রাতে মেঘনা নদীতে মাছ শিকার গিয়ে জাল ফেলেন এর পরপরই বৃষ্টি নামে। পরে জাল তোলার সময় অন্য ছোট ও মাঝারি আকারে ১৭টি ইলিশের সাথে এই বড় ইলিশ মাছটিও ধরা পরে তার জালে।পরে অন্য মাছের সাথে ঘাটে বিক্রি করলে এই মাছটির আলাদা দাম ওঠে ৪ হাজার ৩০০ টাকা এবং বাকি মাছ গুলো বিক্রি হয় ৯ হাজার টাকা।
এদিকে মাছ ব্যবসায়ী মো. আলামিন বলেন, মৌসুমে শুরুর দিকে নদীতে কোন ইলিশ মাছ ছিলো না। বড় ইলিশ তো দূরের কথা। এই ৪-৫ দিন নদীতে মোটামুটি ইলিশের দেখা মিলেছে। এই কয়েক দিনের মধ্যে এটাই সবচেয়ে বড় ইলিশ। মাছটির সর্বোচ্চ দামে ক্রয় করেছেন। এবং এই মাছটি ঢাকায় অধিক লাভে বিক্রি করবেন বলে জানান তিনি।
তুলাতুলি মাছঘাট মাছ কিনতে আসা সাধারণ ক্রেতা আদিল হোসেন তপু বলেন, মৌসুমে এই প্রথম এতো বড় ইলিশ দেখলাম। এ বছর এর আগে এতো বড় মাছ দেখা হয়নি। মাছ বড় বিধায় দামটাও চওড়া।
এদিকে ভোলা সদর উপজেলা মৎস্য অফিসার মোঃ জামাল হোসাইন জানান, এখন ইলিশের মৌসুম চলছে। কিছুদিনের মধ্যেই এরা ডিম ছাড়বে। তাই সাগর থেকে ঝাঁকে ঝাঁকে বড় আকারের রুপালি ইলিশ নদীতে আসতে শুরু করেছে। এই বড় ইলিশ তার প্রমান।এখন জেলদের জালে প্রচুর ইলিশ পরছে।

বাংলাদেশ সময়: ০:২৫:৩২   ১২৭ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

এক্সক্লুসিভ’র আরও খবর


ভোলাবাসীকে ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন মোঃ আকতার হোসেন
ভোলাবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর
ভোলাবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন মিজানুর রহমান শাহিন
অসহায়দের পাশে দাঁড়ানোর আহ্বান ভোলাবাসীকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন মজনু মোল্লা
চরফ্যাশন মনপুরাবাসীকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন এমপি জ্যাকব ॥
ভোলায় ৩ শতাধিক অসহায় দুস্থ পরিবারের মুখে হাসি ফুটালো বিবা’র মানবতার দেয়াল
দক্ষিণ আইচায় স্কুল ছাত্র নয়নের রিমোট কন্ট্রোল নিয়ন্ত্রিত লঞ্চ ভাসছে পানিতে
ভোলার বাজারে সরকার নির্ধারিত দামে বিক্রি হচ্ছে না বেশীরভাগ পন্য
বীর মুক্তিযোদ্ধা গাজী আব্দুর রউফ’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ
ভোলায় রমজান উপলক্ষে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করলেন কাঞ্চন-ফাতেমা ফাউন্ডেশন

আর্কাইভ