বঙ্গবন্ধুর হত্যার পলাতক খুনিদের ফাঁসির রায় কার্যকর করাই মূললক্ষ্য : তোফায়েল আহমেদ।

প্রথম পাতা » প্রধান সংবাদ » বঙ্গবন্ধুর হত্যার পলাতক খুনিদের ফাঁসির রায় কার্যকর করাই মূললক্ষ্য : তোফায়েল আহমেদ।
রবিবার, ১৫ আগস্ট ২০২১



মাহমুদুল হাসান ফাহাদ।ভোলাবাণী।।বিশেষ প্রতিনিধিঃ সাবেক শিল্প ও বানিজ্য মন্ত্রী, বঙ্গবন্ধুর রাজনৈতিক সচিব, ৬৯ এর মহানায়ক ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, বঙ্গবন্ধুর চেতনা বাংলার প্রতিটি মানুষের কাছে চির অমর-অবিনশ্বর। মহান স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের পলাতক খুনীদের বিদেশ থেকে দেশে এনে ফাঁসির রায় কার্যকর করাই হবে আমাদের মূল লক্ষ্য।
১৫ আগস্ট ( রবিবার) দুপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ভোলা জেলা আ’লীগের আলোচনা সভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠানে ঢাকা থেকে টেলি-কনফারেন্সে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তোফায়েল এ সব কথা বলেন।

বঙ্গবন্ধুর হত্যার পলাতক খুনিদের ফাঁসির রায় কার্যকর করাই মূললক্ষ্য : তোফায়েল আহমেদ।

রবিবার (১৫ আগস্ট) জাতীয় শোক দিবস উপলক্ষে ভোলা জেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জেলা পরিষদ হলরুম কার্যালয়ে জেলা আ’লীগের সহ সভাপতি দোস্ত মাহমুদ এর সভাপতিত্বে ও উপজেলা আ’লীগের যুগ্ন সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম এর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন জেলা আ’লীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মমিন টুলু, জেলা আ’লীগের সহ সভাপতি হামিদুল হক বাহালুল মোল্লা, উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোশারেফ হোসেন,জেলা আ’লীগের যুগ্ন সাধারন সম্পাদক জহুরুল ইসলাম নকিব,জেলা যুবলীগের সভাপতি ও পৌর মেয়র মনিরুজ্জামান জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক শাহ নেওয়াজ পলাশ প্রমুখ।এসময় উপস্থিত ছিলেন, জেলা আ’লীগের সহ সভাপতি জুলফিকার আহমেদ, আশ্রাফ হোসেন লাভু,জেলা আ’লীগের যুগ্ন সাধারন সম্পাদক এনামুল হক আরজু, জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইউনুছ, পৌর আ’লীগ সভাপতি ও সম্পাদক, উপজেলা আ’লীগ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউনিয়ন আ’লীগের সভাপতি ও সম্পাদক, জেলা ছাত্রলীগের সভাপতি ও সম্পাদক, জেলা স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক, যুগ্ন আহ্বায়ক, জেলা যুবলীগ,কৃষকলীগ, তাতীলীগ সহ সহ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দরা।দোয়া মোনাজাত পরিচালনা করেন ভোলা কোট মসজিদের পেশ ইমাম।

বঙ্গবন্ধুর হত্যার পলাতক খুনিদের ফাঁসির রায় কার্যকর করাই মূললক্ষ্য : তোফায়েল আহমেদ।

দোয়া ও মোনাজাতের মধ্যে দিয়ে বঙ্গবন্ধুর রুহের মাঘফেরাত সহ দেশ ও জাতীর শান্তী এবং সকল শহীদের মাঘফেরাত কামনা করা হয়।শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানের আগে জাতীয় শোক দিবসে, প্রথম প্রহরে শহরে বাংলা স্কুল মোর দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন,দলীয় পতাকা শোক দিবসে অর্ধনমিত সহ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে ভোলা জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দগন।

বাংলাদেশ সময়: ২৩:৪৫:২২   ৫৪ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


চরফ্যাসনে হিটস্ট্রোকে যুবকের মৃত্যু
ভোলায় তীব্র প্রবাহে অস্থির জনজীবন
গ্রাম বাংলার ঐতিহ্য কাচারি ঘর বিলুপ্তির পথে ॥
ভোলা সদর উপজেলা নির্বাচন ২০২৪আপনাদের পবিত্র ভোট ৫ বছরের জন্য ভাল পাত্রে জমা রাখবেন-মোহাম্মদ ইউনুছ
দেশ ভাঙার ষড়যন্ত্রে লিপ্ত কংগ্রেস: নরেন্দ্র মোদি
ঝুঁকি নিয়ে সাঁকো পারাপার খালের উপর ব্রিজ নির্মানের দাবী মনপুরাবাসীর ॥
লালমোহনে সাংবাদিকদের সাথে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময়
লালমোহনে আবাসনের ঘর জবরদখলের অভিযোগ
উপজেলা পরিষদ নির্বাচন ২৪ভোলার ৩ উপজেলায় ৩৮ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল
কাউকে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ক্ষুণ্ন করতে দেব না : প্রধানমন্ত্রী

আর্কাইভ