ফল-শাক-সবজি সংরক্ষণ করবেন যেভাবে

প্রথম পাতা » প্রধান সংবাদ » ফল-শাক-সবজি সংরক্ষণ করবেন যেভাবে
রবিবার, ১৫ আগস্ট ২০২১



ভোলাবাণী লাইফ স্ট্যাইলঃ মহামারীর এই সময়ে অনেকেই ঘর থেকে খুব বেশি বের হন না। অনেকে একদিনেই সপ্তাহের বাজার, শাকসবজি বা ফলমূল কিনে ফেলেন। ধুয়ে নিয়ে সময়মতো ভরে দিয়েছেন ফ্রিজে। এতে অর্ধেক পচে নষ্ট হয়ে যায়।

ফল-শাক-সবজি  সংরক্ষণ করবেন যেভাবে

এই পরিস্থিতি এড়াতে চাইলে কিছু নিয়ম মেনে চলুন। তাতে বেশিদিন টাটকা ও তাজা থাকবে কাঁচা বাজার।টমেটো: টমেটো কখনওই ফ্রিজে রাখবেন না। একটা কাঠের ট্রেতে বোঁটার দিকটা নিচে রেখে টমেটো স্টোর করুন। ফ্রিজের বাইরে কোনও অন্ধকার অথচ হাওয়া চলাচল করে এমন জায়গায় টমেটো রাখলে তা ধীরে ধীরে পেকে যাবে। পাকা টমেটো ফ্রিজে রাখুন।

আলু-পেঁয়াজ: আলু আর পেঁয়াজ কখনও একসঙ্গে রাখবেন না, দুটোই তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। আলু ঝুড়িতে ভরে খাটের বা সোফার তলায় রাখুন। পেঁয়াজ ভালো থাকে কাগজের ঠোঙায়। তবে পাঞ্চিং মেশিন দিয়ে ঠোঙার গায়ে অবশ্যই বেশ কয়েকটা ফুটো করে নেবেন।

রসুন: পেঁয়াজ যেভাবে স্টোর করেছেন, ঠিক সেভাবেই রাখতে হবে রসুনও। কাগজের ঠোঙায় কিছু ছিদ্র করে নেওয়াটা কিন্তু একান্ত প্রয়োজনীয়। হাওয়া চলাচল হলে তা বেশিদিন ভালো থাকবে।

ফল: আপেল, কলা, লেবুর মতো ফল একসঙ্গে রাখবেন না, প্রতিটি আলাদা আলাদা ঝুড়িতে রাখুন। কলা একটু সবুজ অবস্থায় কিনেছেন? তা হলে কাঁদি থেকে আলাদা করবেন না, একেবারে গোড়ার দিকটা ক্লিং ফিল্মে মুড়ে রেখে দিন। প্রতিবার একটি করে কলা আলাদা করে নিয়ে ফের ক্লিং র‍্যাপ মুড়ে রেখে দেবেন।

সবুজ পেঁয়াজ: সবুজ পেঁয়াজ বা স্প্রিং অনিয়নের সবুজ দিকটা ব্যবহার করুন। সাদা অংশটি একটা কাচের শিশিতে রেখে পানি দিন। রান্নাঘরের তাকে রাখলে দেখবেন পেঁয়াজের গাছ আপনিই বাড়ছে।

শাক: বাড়িতে এনেই ধোয়ার দরকার নেই। ঝুড়িতে ভরে অন্ধকার অথচ হাওয়া চলাচল করে এমন জায়গায় রাখুন। রান্না করার আগে ধুয়ে নেবেন।

বাংলাদেশ সময়: ১২:০৫:৩৭   ৫৯ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইসরায়েল
৩ মাস ধরে বন্ধ বিদ্যুৎ প্লান্টতীব্র গরম আর বিদ্যুতের ভয়াবহ লোডশেডিংয়ে অতিষ্ঠ ভোলাবাসী
মনপুরায় প্রাণিসম্পদ প্রদর্শনী মেলার উদ্ভোধন ॥
চরফ্যাশনে স্বামীর প্রহার থেকে স্ত্রীকে রক্ষা করতে গিয়ে আহত-৩
চরফ্যাশনে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজীতে অতিষ্ঠ মানুষ
চরফ্যাসনে তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের হামলায় আহত ৯
ইসরায়েলকে ‘সহায়তা করা’ নিয়ে মুখ খুলল সৌদি
প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপন শেষেকর্মস্থলে ফিরছে মানুষ, ইলিশা ঘাটে যাত্রীদের চাপ
আইপিএলে চতুর্থ দ্রুততম সেঞ্চুরিয়ান ট্রাভিস হেড
উত্তর দিঘলদী ইউনিয়নে জনসভা ও পথসভা করেছেন চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ ইউনুছ

আর্কাইভ