দৌলতখানে পূর্বের শত্রুতার জেরে ঘরবাড়ি ভাঙচুর; নারী শিশুসহ আহত- ৫

প্রথম পাতা » দৌলতখান » দৌলতখানে পূর্বের শত্রুতার জেরে ঘরবাড়ি ভাঙচুর; নারী শিশুসহ আহত- ৫
রবিবার, ৮ আগস্ট ২০২১




এম এ আশরাফ ।।ভোলাবাণী।। দৌলতখান প্রতিনিধিঃ ভোলার দৌলতখান উপজেলার দক্ষিণ জয়নগর ইউনিয়নে সন্ত্রাসী কায়দায় রাতের বেলায় এক প্রবাসীর ঘরে হামলা, মারধর ভাঙচুর ও লুটপাটের তাণ্ডব চালানোর অভিযোগ পাওয়া গেছে।

দৌলতখানে পূর্বের শত্রুতার জেরে ঘরবাড়ি ভাঙচুর; নারী শিশুসহ আহত- ৫

বৃহস্পতিবার (৫আগষ্ট) রাত ৯ টার সময় দঃ জয়নগর ৮ নং ওয়ার্ডে প্রবাসী আকবরের বাড়িতে এ ঘটনা ঘটে। ৯৯৯ তে কল দিলে পুলিশ এসে তাদেরকে উদ্ধার করে দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে। এর মধ্যে কয়েকজন গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন ছিলেন।স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘ দিন ধরে পাশ্ববর্তী আটওয়ালা বাড়ির সাথে জমিজমা নিয়ে বিরোধ ছিল। সেই জের ধরে বৃহস্পতিবার রাতে এই এলোপাতাড়ি হামলা করা হয়।

আহত ছালমা আক্তার জানান, দীর্ঘ দিন ধরে তাদের সাথে আমাদের জমির বিরোধ ছিলো, সেই জের ধরে গত ৩ দিন পূর্বে ফাহাদ, সানজিদ, জিসান, ইয়ামিন ও তুহিনের নের্তৃত্বে  আমাদের হাঁসের খামার থেকে ৭ টি রাজহাঁস রাতের আঁধারে তালা ভেঙে  চুরি করে নিয়ে যায়। পরের দিন আমি হাঁস চুরির কারন জানতে চাইলে আমাকে মারধর করার চেষ্টা করে।

পরে আমি বৃহস্পতিবার সেই বিচার নিয়ে জামালের কাছে যাই সে বিচারের আশ্বাস দেন কিন্তু তার কৌশল ছিলো ভিন্ন রকম।

আকবরের পরিবার অভিযোগ করে বলেন জামাল ও সাত্তারের নেতৃত্বে অন্তত ১০-১২ জন মিলে আমার বাসায় ঢুকে আমাদেরকে বেধড়ক পিটিয়ে ঘরের আসবাবপত্র ভাংচুর স্বর্ণালংকার ও নগদ অর্থ হাতিয়ে নিয়ে যায়। আমি এর সঠিক বিচার চাই।

মেডিকেল পড়ুয়া সালমান জানায়, আমরা অভিযোগ নিয়ে থানায় গেলে আমাদের অভিযোগ গ্রহণ করে কিন্তু আমাদের মামলা নেয় নি। থানা থেকে আমাদেরকে বলেন, মামলা নিতে হলে এসপি স্যারের অনুমতি লাগে। তাছাড়া এখন পর্যন্ত কাউকে আটক করা হয় নি। তাদের হাত থেকে রক্ষা পায় নি আমার মানবদেহের কংকালটি।

আহতরা হলেন, ছালমা আক্তার, সালমান, সামিয়ান, সিনথিয়া ও আছিয়া বেগম। এ বিষয়ে অভিযুক্তদের বাড়িতে গিয়ে তাদের কাউকে পাওয়া যায়নি তারা ঘটনার পর থেকে পলাতক রয়েছে


এ বিষয়ে দৌলতখান থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান জানান, উভয় পক্ষের দুটি অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ সময়: ১৫:৪৩:৫৬   ৬০ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

দৌলতখান’র আরও খবর


দৌলতখানে অপরিচ্ছন্ন পরিবেশে সেমাই উৎপাদন করায় কারখানার জরিমানা
শিক্ষার্থীকে উত্ত্যক্ত করার অভিযোগদৌলতখানে দু’পক্ষের সংঘর্ষে নিহত-১ ॥ আহত-৬
ভোলায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করছেন যুব শক্তি ফাউন্ডেশন
দৌলতখানে বঙ্গবন্ধু ঐক্য পরিষদ উদ্বোধন করলেন এমপি মুকুল
বাংলাবাজারে নসিমন উল্টে নিহত ১, আহত ৫ শ্রমিক
সাঈদীর মৃত্যুর পোস্ট ফেসবুকেদৌলৎখানে ছাত্রলীগের ৪ নেতা বহিষ্কার
৬ বছরের শিশু যখন মামলার প্রধান আসামী!
ভোলায় সবুজ বাংলা ফাউন্ডেশনের পক্ষ থেকে মাদ্রাসা ছাত্র ও বয়স্কদের মাঝে বিনামূল্যে কুরআন বিতরণ
আবি আব্দুল্লাহ কলেজ জাতীয়করণ হওয়ায় এমপি মুকুলকে সংবর্ধনা
ভোলায় যাত্রীবাহী বাস ঘাদে,আহত ১০

আর্কাইভ