করোনায় বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় ১৩ জনের মৃত্যু, শনাক্ত ৫০০

প্রথম পাতা » প্রধান সংবাদ » করোনায় বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় ১৩ জনের মৃত্যু, শনাক্ত ৫০০
বৃহস্পতিবার, ১৫ জুলাই ২০২১



ভোলাবাণী করোনা ডেক্সঃ বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে ১৩ জনের মৃত্যু হয়েছে। একইসময় বিভাগে নতুন করে ৫০০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৮ দশমিক ৪৯ শতাংশ।

বৃহস্পতিবার (১৫ জুলাই) সকালে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনা সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

করোনায় বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায়  ১৩ জনের মৃত্যু, শনাক্ত ৫০০

অপরদিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের পরিচালক ডা. সাইফুল ইসলাম জানান, বুধবার (১৪ জুলাই) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত হাসপাতালের করোনা ইউনিটে ১২ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় দুজন ও বাকি ১০ জন উপসর্গ নিয়ে মারা গেছেন। বর্তমানে হাসপাতালের ৩০০ শয্যার করোনা ইউনিটে ভর্তি রয়েছেন ২৭৯ জন। এদের মধ্যে করোনা আক্রান্ত ১০৩ জন রয়েছেন।তিনি আরও জানান, মেডিকেল কলেজের আরটি-পিসিআর ল্যাবে ২৪ ঘণ্টায় ২০৩ জনের নমুনা পরীক্ষায় ১২৪ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৬১ শতাংশ।

স্বাস্থ্য অধিদফতরের বরিশালে বিভাগীয় পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, বিভাগের ছয় জেলায় এক হাজার ২৯৯টি নমুনা পরীক্ষায় ৫০০ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৮ দশমিক ৪৯ শতাংশ।

গত কয়েকদিনের মতো বৃহস্পতিবারও বিভাগে আক্রান্তের সংখ্যা বেশি বরিশালে। এ জেলায় ৩৮৯ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ১৯২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এদিকে বিভাগের মধ্যে গত ২৪ ঘণ্টায় শনাক্তের হারেও শীর্ষে বরিশাল জেলা। শনাক্তের হার ৪৯ দশমিক ৩৬ শতাংশ।

এদিকে ভোলায় ১১০ জনের নমুনা পরীক্ষায় ৪৭ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪২ দশমিক ৭৩ শতাংশ। পটুয়াখালীতে ১৬৮ জনের নমুনা পরীক্ষায় ৫৯ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৫ দশমিক ১২ শতাংশ।

আর ঝালকাঠিতে ২৫০ জনের নমুনা পরীক্ষায় ৮৫ জনের করো শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৪ শতাংশ। বরগুনা জেলায় ১৪৪ জনের নমুনা পরীক্ষায় ৪৬ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩১ দশমিক ৯৪ শতাংশ।

এছাড়া পিরোজপুর জেলায় ২৩৮ জনের নমুনা পরীক্ষায় ৭১ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৯ দশমিক ৮৩ শতাংশ। করোনায় বিভাগে ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু হয়েছে। এ তিনজনই ছিলেন পিরোজপুরের বাসিন্দা।

বাংলাদেশ সময়: ১৬:৪৫:৩৫   ৫৭ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইসরায়েল
৩ মাস ধরে বন্ধ বিদ্যুৎ প্লান্টতীব্র গরম আর বিদ্যুতের ভয়াবহ লোডশেডিংয়ে অতিষ্ঠ ভোলাবাসী
মনপুরায় প্রাণিসম্পদ প্রদর্শনী মেলার উদ্ভোধন ॥
চরফ্যাশনে স্বামীর প্রহার থেকে স্ত্রীকে রক্ষা করতে গিয়ে আহত-৩
চরফ্যাশনে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজীতে অতিষ্ঠ মানুষ
চরফ্যাসনে তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের হামলায় আহত ৯
ইসরায়েলকে ‘সহায়তা করা’ নিয়ে মুখ খুলল সৌদি
প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপন শেষেকর্মস্থলে ফিরছে মানুষ, ইলিশা ঘাটে যাত্রীদের চাপ
আইপিএলে চতুর্থ দ্রুততম সেঞ্চুরিয়ান ট্রাভিস হেড
উত্তর দিঘলদী ইউনিয়নে জনসভা ও পথসভা করেছেন চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ ইউনুছ

আর্কাইভ