জেলা প্রশাসনের উদ্যোগে ভোলায় ১ হাজার কর্মহীনদের মাঝে মানবিক সহায়তা প্রদান

প্রথম পাতা » প্রধান সংবাদ » জেলা প্রশাসনের উদ্যোগে ভোলায় ১ হাজার কর্মহীনদের মাঝে মানবিক সহায়তা প্রদান
রবিবার, ২৫ এপ্রিল ২০২১



 আদিল হোসেন তপু।।ভোলাবাণী।।বিশেষ প্রতিনিধি ॥

করোনা মহামারীর কারণে দেশব্যাপী লকডাউন চলকালীন সময়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত ও সু¯’ মানুষের মাঝে ভোলা জেলা প্রশাসনের উদ্যোগে কর্মহীন এক হাজার পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদান করা হয়।

ভোলা গজনবী স্টেডিয়ামে স্বাস্থ্যবিধি মেনে বিভিন্ন পেশার লোকজনের মধ্যে এসব খাদ্য উপহার বিতরণ করেন জেলা প্রশাসক জনাব মো: তৌফিক-ই-লাহী চৌধুরী।ছবি-আদিল হোসেন তপু

রবিবার (২৫ এপ্রিল) সকালে ভোলা গজনবী স্টেডিয়ামে স্বাস্থ্যবিধি মেনে বিভিন্ন পেশার লোকজনের মধ্যে এসব খাদ্য উপহার বিতরণ করা হয়।
খাদ্য উপহার বিতরণের সময় উপস্থিত ছিলেন- ভোলা জেলা প্রশাসক মো: তৌফিক-ই-লাহী চৌধুরী, জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মমিন টুলু, ভোলা জেলা সিভিল সার্জেন ডা. সৈয়দ রেজাউল ইসলাম, ভোলা সদর উপজেলার চেয়ারম্যান মো: মোশারেফ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজিত হাওলাদার,ভোলা সদর উপজেলার নির্বাহী অফিসার মো: মিজানুর রহমান, ভোলা সদর উপজেলার সমাজ সেবা অফিসার দেলোয়ার হোসেন প্রমুখ।
খাদ্য উপহার বিতরণ অনুষ্ঠানে ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি ডাল,সাবান-১ টি, মাস্ক-২ টি করে ১ হাজার জন শ্রমজীবী নারী-পুরুষের হাতে এসব খাদ্য উপহারসামগ্রী প্যাকেট তুলে দেওয়া হয়।
ভোলা জেলা প্রশাসক মো: তৌফিক-ই-লাহী চৌধুরী জানান, চলমান লকডাউনের কারণে অনেক মানুষ কর্মহীন হয়ে পড়েছে।
আজ প্রথম দফায় ১ হাজার পরিবারকে এ সহযোগিতা করা হলো। এর মধ্যে রয়েছে পরিবহন শ্রমিক,লঞ্চ শ্রমিক,বেদে সম্প্রদায়,মুচি সম্প্রদায়,হরিজন সম্প্রদায়,তৃতীয় লিঙ্গ সম্প্রদায়, সেলুন, গৃহহীন পরিবার প্রমুখ। আগামী দিনেও এ সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
করোনাকালে এই ধরনের সহায়তা পেয়ে পেয়ে খুশি অসহায় পরিবারগুলো। তবে তাদের দাবী সহায়তরা পরিমান আরো বাড়ানো উচিত বলে মত প্রকাশ করেন তারা।

বাংলাদেশ সময়: ১৭:৫৭:২৬   ৬০ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইসরায়েল
৩ মাস ধরে বন্ধ বিদ্যুৎ প্লান্টতীব্র গরম আর বিদ্যুতের ভয়াবহ লোডশেডিংয়ে অতিষ্ঠ ভোলাবাসী
মনপুরায় প্রাণিসম্পদ প্রদর্শনী মেলার উদ্ভোধন ॥
চরফ্যাশনে স্বামীর প্রহার থেকে স্ত্রীকে রক্ষা করতে গিয়ে আহত-৩
চরফ্যাশনে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজীতে অতিষ্ঠ মানুষ
চরফ্যাসনে তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের হামলায় আহত ৯
ইসরায়েলকে ‘সহায়তা করা’ নিয়ে মুখ খুলল সৌদি
প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপন শেষেকর্মস্থলে ফিরছে মানুষ, ইলিশা ঘাটে যাত্রীদের চাপ
আইপিএলে চতুর্থ দ্রুততম সেঞ্চুরিয়ান ট্রাভিস হেড
উত্তর দিঘলদী ইউনিয়নে জনসভা ও পথসভা করেছেন চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ ইউনুছ

আর্কাইভ