এ বছর কোন দেশে কতক্ষণ রোজা

প্রথম পাতা » ইসলাম ও ধর্ম » এ বছর কোন দেশে কতক্ষণ রোজা
সোমবার, ১২ এপ্রিল ২০২১



ভোলাবাণী ইসলামি ডেক্সঃ আসছে সিয়াম-সাধনার মাস রমজান। বিশ্বের ধর্মপ্রাণ মুসলমানরা এ মাসজুড়ে অত্মত্যাগের মহিমায় নিজেকে উজার করে দেবেন আল্লাহর সন্তুষ্টি অর্জনে। সুবহে সাদিক থেকে শুরু করে মাগরিব পর্যন্ত প্রত্যেকে পানাহার থেকে বিরত থাকবেন।

বিশ্বে সবচেয়ে বেশিক্ষণ রোজা পালন করবেন গ্রিনল্যান্ডের মুসলিমরা।

দিনের সময়ের কমবেশির কারণে রমজান মাসজুড়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে সময়ের পার্থক্য থাকবে। সে অনুযায়ী, এবার রমজানে বিশ্বে সবচেয়ে বেশিক্ষণ রোজা পালন করবেন গ্রিনল্যান্ডের মুসলিমরা। রোজা পালনের জন্য তারা পানাহার থাকে বিরত থাকবেন ২০ ঘণ্টা। বাকি মাত্র চার ঘণ্টায় তারা খাওয়া-দাওয়া করতে পারবেন।অপর দিকে বিশ্বে সবচেয়ে কম সময় রোজা পালন করবেন নিউজিল্যান্ডের মুসলিমরা। তাদের রোজা পালন করতে হবে ১১ ঘন্টা ২০ মিনিট মতো। বিশ্বের কোন প্রান্তের মানুষের কতক্ষণ রোজা পালন করবেন তা নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে আল জাজিরা। পাঠকদের জন্য তা তুলে ধরা হলো-

সবচেয়ে বেশিক্ষণ রোজা রাখতে হবে যেসব দেশে-

# গ্রিনল্যান্ড ১৯ ঘণ্টা ৫৭ মিনিট

# আইসল্যান্ড ১৯ ঘণ্টা ৫৬ মিনিট

# ফিনল্যান্ড ১৯ ঘণ্ট ৯ মিনিট

# সুইডেন ১৮ ঘণ্টা ৫৮ মিনিট

# স্কটল্যান্ড ১৮ ঘণ্টা ৩৬ মিনিট
পোলান্ড, যুক্তরাজ্য, ফ্রান্স, কাজাখাস্তান, বেলজিয়াম ও সুইজারল্যান্ডে ১৬-১৭ ঘণ্টা, রোমানিয়া, কানাডা, বুলগেরিয়া, ইতালি, স্পেন, পর্তুগাল, গ্রিস, চীন, যুক্তরাষ্ট্র, উত্তর কোরিয়া ও তুরস্কে ১৫-১৬ ঘণ্টা, বাংলাদেশ, মরোক্কো, জাপান, পাকিস্তান, ইরান, ইরাক, লেবানন, সিরিয়া, মিশর, কুয়েত, ফিলিস্তিন, ভারত, হংকং, ওমান, আফগানিস্তান, সৌদি আরব, কাতার ও আরব আমিরাতে ১৪-১৫ ঘণ্টা রোজা পালন করতে হবে।

এছাড়া ইয়েমেন, ইথিওপিয়া, সেনেগাল, নাইজেরিয়া, শ্রীলংকা, থাইল্যান্ড, সুদান, মালয়েশিয়া, সিঙ্গাপুর ও কেনিয়ায় ১৩-১৪ ঘণ্টা এবং অ্যাঙ্গোলা, ইন্দোনেশিয়া, ব্রাজিল ও জিম্বাবুয়েতে ১২-১৩ ঘণ্টা রোজা পালন করতে হবে।

বিশ্বের সবচেয়ে কম সময় রোজা থাকতে হবে যেসব দেশে-

# নিউজিল্যান্ডে ১১ ঘণ্টা ২০ মিনিট

# চিলি ১১ ঘণ্টা ৩০ মিনিট

# অস্ট্রেলিয়া ১১ ঘণ্টা ৪৭ মিনিট

# উরুগুয়ে ১১ ঘণ্টা ৪৮ মিনিট

# দক্ষিণ আফ্রিকা ১১ ঘণ্টা ৫২ মিনিট
এছাড়া আর্জেন্টিনা ও প্যারাগুয়েতে রোজা পালন করতে হবে ১১-১২ ঘণ্টা।

বাংলাদেশ সময়: ১৯:৪৯:৪৪   ৭৩ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ইসলাম ও ধর্ম’র আরও খবর


পবিত্র মাহে রমজানের ৮ সুন্নত
আল্লাহর যেসব হক আদায় করা মুমিনের কর্তব্য
তুরাগতীরে দেশের বৃহত্তম জুমার জামাত অনুষ্ঠিত
আতিথেয়তায় আল্লাহর অনুগ্রহ মিলে যেভাবে
লিবিয়ায় মুসলিম বিজয়ের ইতিহাস
আজ ইসলামী চিন্তাবিদ মাওলানা মোঃ হাবিবউল্লাহ’র ৩য় মৃত্যুবার্ষিকী
কাদের জন্য ওমরাহ , এর ফজিলত ও কবুল হওয়ার শর্ত
ধর্মীয় সম্প্রীতির নতুন ভুবন: আমিরাতে একই কমপ্লেক্সে মসজিদ-গির্জা-সিনাগগ
পবিত্র হজ আজ লাব্বাইক ধ্বনিতে মুখর হবে আরাফাতের ময়দান
হজের আনুষ্ঠানিকতা শুরু

আর্কাইভ