জাহানপুরে মেম্বার প্রার্থীর বাবাকে অপহরনের পর হত্যার চেষ্টার অভিযোগ!

প্রথম পাতা » প্রধান সংবাদ » জাহানপুরে মেম্বার প্রার্থীর বাবাকে অপহরনের পর হত্যার চেষ্টার অভিযোগ!
শুক্রবার, ২ এপ্রিল ২০২১



চরফ্যাশন অফিস, ভোলা বানী॥
চরফ্যাশনের জাহানপুর ৯নম্বর ওয়ার্ড ইউপি সদস্য প্রার্থী নাগর ডাক্তারের পিতা আবদুর রশিদকে (৫৫)চোখ বেঁধে মুখে গামছা গুজে অপহরণ করে নিয়ে শারিরিক নির্যাতনের পর মৃত ভেবে অচেতন অবস্থায় একটি ফসলী জমিতে ফেলে রাখার অভিযোগ পাওয়া গেছে। ---বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে জাহানপুর ইউনিয়নের তুলা গাছিয়া বাজার সংলগ্নে  এ ঘটনা ঘটে। স্বজন এবং এলাকাবাসীরা তাকে মমুর্ষ অবস্থায় উদ্ধার করে রাতেই চরফ্যাশন উপজেলা সদর হাসপাতালে ভর্তি করেছেন। এঘটনায় শশীভূষণ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আহতের ছেলে নাগর ডাক্তার। থানা পুলিশ শুক্রবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। গতকাল শুক্রবার বিকেলে এরিপোর্ট লেখা পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন আবদুর রশিদ কথা বলতে পারেননি। তবে তিনি ইঙ্গিতে বলেছেন দুস্কৃতিকারীরা তাকে চোখ বেঁধে মুখে গামছা গুজে অপহরণ করে নিয়ে শারিরিক নির্যাতন করেছেন।
আহতের ছেলে জাহানপুর ৯নম্বর ওয়ার্ড ইউপি সদস্য প্রার্থী নাগর ডাক্তার সংবাদকর্মীদের জানান, রাত ১টায় তার বাবা তুলাগাছিয়া বাজার থেকে বাইসাইকেল যোগে বাসায় যাওয়ার সময় তার প্রতিদ্বন্ধি প্রার্থী আবদুস সালামের ছেলে শামীম, ভাতিজা মামুন ও জাবেদ, ভাই আলিমসহ ৮জন তাকে অপহরণ করে নিয়ে নির্মম নির্যাতনের পর মৃত ভেবে অচেতন অবস্থায় রাস্তার পাশে একটি ফসলী  জমিতে ফেলে রাখেন। অনেক খোঁজা খুজির পর তার বাবাকে ওই জমিতে পাওয়া যায়।
অভিযোগের বিষয়ে প্রতিদ্বন্ধি প্রার্থী আবদুস সালাম বলেন, এঘটনায় আমার ছেলে ভাই ভাতিজা কেউ জড়িত নয়। অভিযোগ ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রনোদিত।
চরফ্যাশন হাসপাতালের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক জাহিদ হাসান জানান, তার চিকিৎসা চলছে, অবস্থা উন্নতির দিকে।
শশীভূষণ থানার ওসি মো.রফিকুল ইসলাম জানান,লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বাংলাদেশ সময়: ১৮:১৫:৫৯   ৬২ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


চরফ্যাসনে হিটস্ট্রোকে যুবকের মৃত্যু
ভোলায় তীব্র প্রবাহে অস্থির জনজীবন
গ্রাম বাংলার ঐতিহ্য কাচারি ঘর বিলুপ্তির পথে ॥
ভোলা সদর উপজেলা নির্বাচন ২০২৪আপনাদের পবিত্র ভোট ৫ বছরের জন্য ভাল পাত্রে জমা রাখবেন-মোহাম্মদ ইউনুছ
দেশ ভাঙার ষড়যন্ত্রে লিপ্ত কংগ্রেস: নরেন্দ্র মোদি
ঝুঁকি নিয়ে সাঁকো পারাপার খালের উপর ব্রিজ নির্মানের দাবী মনপুরাবাসীর ॥
লালমোহনে সাংবাদিকদের সাথে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময়
লালমোহনে আবাসনের ঘর জবরদখলের অভিযোগ
উপজেলা পরিষদ নির্বাচন ২৪ভোলার ৩ উপজেলায় ৩৮ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল
কাউকে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ক্ষুণ্ন করতে দেব না : প্রধানমন্ত্রী

আর্কাইভ