নদী ভাঙন রোধে ব্যবস্থা নেয়া হবে - পানি সম্পদ সচিব

প্রথম পাতা » চরফ্যাশন » নদী ভাঙন রোধে ব্যবস্থা নেয়া হবে - পানি সম্পদ সচিব
রবিবার, ২১ মার্চ ২০২১



মিজান নয়ন,চরফ্যাশন অফিস, ভোলা বানী\
পানি সম্পদ মন্ত্রনালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার বলেছেন, প্রধান মন্ত্রী সব সময় নদী ভাঙ্গন কবলিত গরীব দুঃখি মানুষের কথা চিন্তা করেন। তার নির্দেশনা অনুযায়ী কোস্টাল পোল্ডার গুলোতে কাজ চলছে। এখানে বহু মানুষ নদী ভাঙ্গনে নিঃস্ব। তিনি বলেন, ১৫শত কোটি টাকার একটি প্রকল্প প্রস্তুত হয়েছে। সেখানে পানি নিস্কাশন, ড্রেজিংসহ বিভিন্ন কাজ রয়েছে। ২দিন চরফ্যাশন ও মনপুরার নদীভাঙন কবলিত দূর্গম চর পরিদর্শনের পর  শনিবার বিকেলে চরফ্যাশন সদরে পৌছে ফ্যাশন স্কয়ারের নির্মিত জাতির পিতার পতিকৃতিতে পুস্প স্তবক অর্পন এবং শেখ রাসেল শিশু ও বিনোদন পার্ক পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সচিব বলেন, চরফ্যাশন বাজার খাল আংশিক উদ্ধার করে কিছু কাজও হয়েছে, খুব শিগগিরই বাকিটা উদ্ধার করে আগামী তিন মাসের মধ্যে কাজ শেষ করবো। তেঁতুলিয়া নদী পুরোটাই খনন করা হবে, খুব শিগিগিরই এর খনন কাজ শুরু হবে। সচিব বলেন মিঠা পানি মুল্যবান পদার্থ। পরিবেশকে ঠিক রেখে একটি জলাধার তৈরি করতে পারি। জাহাজে পাইপ লাইনের মাধ্যমে পানি দিয়ে বাংলাদেশকে পানি রপ্তানির ক্ষেত্রে একটি উল্লেখ যোগ্য সাফল্য অর্জিত হবে। এজন্য আমরা একটি পাইলট প্রকল্প করার সিদ্ধান্ত নিয়েছি এবং সেটি হবে চরফ্যাশনে। তার পানি বছরে ৫০হাজার কোটি টাকা বিক্রি করা যাবে। তিনি বলেন, মুজিববর্ষে এবছর আমরা ২০লাখ গাছের চারা লাগাবো। পাখিদের কথা চিন্তা করে পাখিরা যে গাছের ফল খায় গাছের মধ্যে সে সব গাছ থাকবে এতে পাখিদের আবাসস্থল তৈরি হবে। পৌর মেয়র বাদল কৃষ্ণ দেবনাথ, কুকুরী-মুকরী ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ আবুল হাসেম মহাজন, প্রেসক্লাব সম্পাদক অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র, নব নির্বাচিত পৌর মোঃ মোর্শেদ ও পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী হাসান মাহমুদ এবং সচিবের সফর সঙ্গীরা এসময় উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ৭:৪১:৫০   ৫৭ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চরফ্যাশন’র আরও খবর


চরফ্যাশনে স্বামীর প্রহার থেকে স্ত্রীকে রক্ষা করতে গিয়ে আহত-৩
চরফ্যাশনে ঈদের আগে পাকা ঘর পেলেন ভূমিহীন ৩৭০ পরিবার
চরফ্যাশনে ২০ হাজার প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
নানা বাড়িতে এসে পানিতে ডুবে দুই খালাতো ভাইয়ের মৃত্যু
ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে চরফ্যাশনে যাকাত ফান্ডের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
চরফ্যাশনে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস পালিত
চরফ্যাশনে তরমুজের বাম্পার ফলনে চাষিদের মুখে হাসি
অভয়াশ্রমে মাছ ধরার নিষেধাজ্ঞায় দুর্দশায় জেলেরা
চরফ্যাশনে বাবার লাশ দাফনে সন্তানদের আপত্তি নির্ধারিত সময়ে জানাজা হয়নি, সমঝোতার চেষ্টা
চরফ্যাশনে হাঙ্গর মাছের শুটকিসহ গ্রেফতার-২

আর্কাইভ