শশীভূষণে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় মা-মেয়েকে মারধর।।থানায় এজাহার

প্রথম পাতা » প্রধান সংবাদ » শশীভূষণে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় মা-মেয়েকে মারধর।।থানায় এজাহার
বৃহস্পতিবার, ১৮ মার্চ ২০২১




এইচ. আর. রাছেল।।ভোলা বানী।। শশীভূষন প্রতিনিধি।।

চরফ্যাশন উপজেলার শশীভূষণে সপ্তম শ্রেণির এক মাদ্রাসার ছাত্রীকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় ওই ছাত্রী ও তার মাকে মারধর করার অভিযোগ পাওয়া গেছে।এই ঘটনায় বুধবার ওই ছাত্রীর মা বাদী হয়ে শশীভূষণ থানার একটি এজাহার দাখিল করেছেন।

মঙ্গলবার দুপুরে উপজেলার শশীভূষণ থানার রসুলপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের ছাত্রীর বাড়িতে এ ঘটনা ঘটে।

---জানা যায়, উপজেলার শশীভূষণ থানার রসুলপুর ১ নং ওয়ার্ডের হোসাইনিয়া দাখিল মাদ্রাসার  সপ্তম শ্রেণির এক ছাত্রীকে একই গ্রামের দুলাল রাড়ির বখাটে ছেলে নুরুল ইসলাম,জহিরুল ইসলাম ও নান্টু বেপারীর ছেলে মতিন দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিলো।

ওই ছাত্রীর পিতা মোঃ মনির হোসেন জানান,মঙ্গলবার দুপুরে বখাটে নুরুল ইসলাম,জহিরুল ইসলাম ও মতিন আবারও উত্ত্যক্ত করলে ছাত্রীর মা প্রতিবাদ করে। এতে বখাটে ক্ষিপ্ত হয়ে ওই ছাত্রী ও তার মাকে বাড়িতে গিয়ে এলোপাতাড়ি মারধর করতে থাকে। মারধরে ছাত্রী ও তার মা জ্ঞান হাড়িয়ে ফেললে। স্থানীয়রা তাদেরকে উদ্ধারর করে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তারা চরফ্যাশন হাসপাতালে ডাক্তার মাহাবুব কবীরের চিকিৎসাধীন রয়েছেন।

ছাত্রীর মা সুমি বলেন, আমার মেয়েকে নুরুল ইসলাম, জহিরুল ইসলাম ও মতিন, দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছে। তাদের ভয়ে সে ঠিকমত মাদ্রাসায় যেতে পারছিলো না। এ ঘটনার পর আইনের আশ্রয় নিবেন বলেও জানান তিনি।

শশীভূষণ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রফিকুল ইসলাম বলেন, এ বিষয়ে ছাত্রীর মা সুমি বেগম বাদী হয়ে একটি এজাহার দাখিল করেছেন।

বাংলাদেশ সময়: ৯:১৯:৫২   ৫৬ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


চরফ্যাশনে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজীতে অতিষ্ঠ মানুষ
চরফ্যাসনে তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের হামলায় আহত ৯
ইসরায়েলকে ‘সহায়তা করা’ নিয়ে মুখ খুলল সৌদি
প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপন শেষেকর্মস্থলে ফিরছে মানুষ, ইলিশা ঘাটে যাত্রীদের চাপ
আইপিএলে চতুর্থ দ্রুততম সেঞ্চুরিয়ান ট্রাভিস হেড
উত্তর দিঘলদী ইউনিয়নে জনসভা ও পথসভা করেছেন চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ ইউনুছ
চরফ্যাসনে মাদক সেবনে বাধা দেয়ায় সাংবাদিক পরিবারের ওপর হামলা আহত-৪
আজ পহেলা বৈশাখ
ইসরায়েলে ইরানের হামলা শুরু
চর কুকরি মুকরি দ্বীপঈদের পর বেড়াতে যাবেন যেখানে

আর্কাইভ