ভোলাবাণী গুনিজন সম্মাননা ২০২১ (মরণোত্তর) পেলেন প্রয়াত ফুটবলার মোশারেফ হোসেন টুটুল

প্রথম পাতা » খেলাধূলা » ভোলাবাণী গুনিজন সম্মাননা ২০২১ (মরণোত্তর) পেলেন প্রয়াত ফুটবলার মোশারেফ হোসেন টুটুল
শনিবার, ৬ মার্চ ২০২১



মাহমুদুল হাসান ফাহাদ।।ভোলাবাণী।।বিশেষ প্রতিনিধি।।

ভোলার প্রথম জনপ্রিয় মাল্টিমিডিয়া অনলাইন পত্রিকা ভোলাবানী ডট কম’র ৫ম বর্ষপূর্তি উপলক্ষে গুনিজন সন্মাননা অনুষ্ঠানে ক্রীড়া ব্যক্তিত্ব হিসেবে বিশেষ অবদান রাখায় মরণোত্তর সন্মননা স্মারক পেলেন ভোলার কৃতিসন্তান বাংলাদেশ জাতীয় দলের জনপ্রিয় সাবেক ফুটবলার প্রয়াত মরহুম মোশারেফ হোসেন টুটুল।

ভোলাবানী ৫ম বর্ষপূর্তি  অনুষ্ঠানে  মরণোত্তর সন্মাননা স্মারক পেলেন প্রয়াত ফুটবলার  মোশারেফ হোসেন টুটুল

গত ৫ ফেব্রুয়ারী ভোলা জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত ভোলাবানী’র ৫ম বর্ষ ও গুনিজন সন্মাননা অনুষ্ঠানে উক্ত সন্মননা স্মারক গ্রহন করেন টুটুল মেমোরিয়াল সৃতি সংঘ ক্লাবের সাধারণ সম্পাদক মো.রফিকুল আমিন টুটুল। উল্লেখ্য ভোলাবানী  গুনিজন সন্মননা ২০২১ ক্রীড়া ব্যক্তিত্ব হিসেবে দুইজন ক্রীড়া ব্যক্তিত্ব এর মধ্যে জাতীয় দলের সাবেক দুই ফুটবলার সাবেক অধিনায়ক মো. আমিনুল ইসলাম ও মোশারেফ হোসেন টুটুল এর নাম যাচাই বাছাইয়ের পর  ভোলাবানী পত্রিকা পরিবারের সিদ্ধান্তক্রমে ক্রীড়া ব্যক্তিত্ব হিসেবে  প্রয়াত মোশারফ হোসেন টুটুলের নাম ঘোষণা করা হয়।।গত শুক্রবার(৫ফেব্রুয়ারি) সকাল ১০ঘটিকায় জেলা পরিষদ অডিটোরিয়াম কক্ষে আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে ভোলাবানী ৫ম বর্ষপূর্তি উপলক্ষে, র‍্যালী অনুষ্ঠিত হয়।র‍্যালী শেষে ভোলাবানী বার্তা সম্পাদক গাজী তাহেরুল আলম এর সঞ্চালনায় জেলা প্রেসক্লাব সাবেক সভাপতি বিটিবির জেলা প্রতিনিধি প্রবীণ সাংবাদিক মো.আবু তাহের এর সভাপতিত্বে প্রধান অতিথি আসন অলংকৃত করেন ভোলা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর পারভীন আখতার,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়্যারমেন আলহাজ্ব মোহাম্মদ ইউনুস, দৈনিক আজকের ভোলার সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ শওকাত হোসেন,এনশিওর ল্যান্ডমার্ক লিমিটেড এর ব্যাবস্থাপনা পরিচালক শরীফ উদ্দিন আহমেদ প্রমুখ।

ভোলাবাণী ডট কম’ র ৫ম বর্ষপূর্তি উপলক্ষে জন্মদিন এর কেক কাটা হয়।ভোলাবানীর সম্পাদক খলিল উদ্দিন ফরিদ এর স্বাগত বক্তব্যর মধ্যদিয়ে আমন্ত্রিত প্রধান অতিথি ও বিশেষ অতিথির উপস্থিতিতে গুনিজন সন্মাননা স্মারক প্রদান করা হয়।

ভোলাবাণী সম্মাননা২০২১ পেলেন যারাঃ

মুক্তিযুদ্ধ অবদান বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল( মরনোত্তর) সন্মাননা স্মারক গ্রহন অধ্যক্ষ মো.সেলিম উদ্দিন ,ইসলামিক ব্যক্তিত্ব হিসেবে মাওলানা মোস্তফা (র), ভোলার কুতুবুল এরশাদ হযরত মৌলবী সুফি হাবিবুর রহমান রাঃ, মাওঃ মহিবুল্লাহ (বাটামারা পীরসাহেব) ,শিক্ষাবিদ প্রফেসর পারভীন আক্তার ও প্রফেসর মোহাম্মদ আকরাম হোসেন মিথুন,গণমাধ্যম ব্যক্তিত্ব মুহাম্মদ শওকাত হোসেন, আইনজ্ঞ খান বাহাদুর নুরুজ্জামান (মরনোত্তর) ও এডভোকেট দেলোয়ার হোসেন (মরনোত্তর) ।

সেবামুলক প্রতিষ্ঠান গ্রামীণ জন উন্নয়ন সংস্থা ও হেরা ফাউন্ডেশন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মীর ফখরুদ্দিন ছোটন, সফল নারী ব্যক্তিত্ব আব্দুর রব স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ সাফিয়া খাতুন,ক্রিড়া ব্যক্তিত্ব মোশারেফ হোসেন টুটুল (মরোত্তর) , কৃষিতে বিশেষ অবদান রাখায় ইয়ানুর রহমান বিপ্লব,বাংলা সাহিত্য অবদান-নীহার মোশারফ ।

এছাড়াও ভোলাবানী ডট কমের সংবাদে সেরা বিশেষ প্রতিনিধি সন্মাননা ছোটন সাহা,ভোলাবানী বিশেষ প্রতিনিধি মাহমুদুল হাসান ফাহাদ সহ বিভিন্ন উপজেলা প্রতিনিধিগন সন্মাননা স্মারক গ্রহন করেন।

এসময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-দৈনিক ভোলার বানী পত্রিকার সম্পাদক মুহাম্মদ মাকসুদুর রহমান,সময় টিভি ভোলা প্রতিনিধি নাসির লিটন,দেশ টিভি ভোলা প্রতিনিধি ছোটন সাহা,ভোলা বাণীর বিশেষ প্রতিনিধি মাহমুদুল হাসান ফাহাদ, ঢাকা মহানগর আওয়ামী লীগের ত্রান ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো.রাসেল মাল সদর উপজেলা জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন ছোটন,সাবেক ছাত্রলীগ সভাপতি, মিজানুর রহমান,জেলা সেচ্ছাসেবক লীগ যুগ্ন আহবায়ক মুজাহিদুল ইসলাম তুহিন,যমুনা টিবির প্রতিনিধি জাকির হোসেন, ভোলা ক্রাইম নিউজ সম্পাদক মারুফ হোসেন জেলা ছাত্রলীগ সভাপতি রায়হান আহমেদ,সাধারণ সম্পাদক হাসিব মাহমুদ হিমেল,জাতীয় সাংবাদিক ঐক্য ফোরাম বোরহানউদ্দিন উপজেলার সভাপতি হেলাল উদ্দিন নয়ন,রিয়াজ ফরাজী মোররশেদ আলম। ভোলাবানী ডট কম’র চরফ্যাশনব্যুরো চীফ মিজান নয়ন, দৌলতখান প্রতিনিধি এম আশরাফ ফরাজী সহ বিভিন্ন প্রিন্ট ও অনলাইন ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।সবশেষে ভোলাবানী ডট কমের সম্পাদক ও প্রকাশক এর পক্ষ হতে সকল প্রতিনিধিদের আইডি কার্ড বিতরণ পর্ব শেষে,বিশেষ দোয়া মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।।

বাংলাদেশ সময়: ২২:৫৫:৩৫   ৬২ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধূলা’র আরও খবর


আইপিএলে চতুর্থ দ্রুততম সেঞ্চুরিয়ান ট্রাভিস হেড
ভোলায় প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
বাংলাদেশ-শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজতামিম-রিশাদ ঝড়ে টাইগারদের সিরিজ জয়
শান্তর সেঞ্চুরি ও মুশফিকের ব্যাটিং নৈপুর্নে সিরিজে এগিয়ে বাংলাদেশ
ভোলায় ক্ষুদে ফুটবলারদের সংবর্ধনা
মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে উদ্যোগে বার্ষিক ক্রীড়া,সাংস্কৃতিক ও পুরষ্কার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত ॥
বাংলাদেশ-শ্রীলংকা টি টুয়েন্টিছয় মেরে জয় এনে দিলেন শান্ত
মাহমুদউল্লাহ ও জাকেরের ঝড়ো ব্যাটিংয়েও জিততে পারলো না বাংলাদেশ
ভোলা সরকারি কলেজে আন্ত:কলেজ ক্রীড়া প্রতিযোগিতা বাচাই অনুষ্ঠিত
মেসির সঙ্গে খেলতে চান নেইমার

আর্কাইভ