তজুমদ্দিনে করাতকল শ্রমিকের উপর হামলার অভিযোগে মামলা দায়ের ॥

প্রথম পাতা » তজুমদ্দিন » তজুমদ্দিনে করাতকল শ্রমিকের উপর হামলার অভিযোগে মামলা দায়ের ॥
রবিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২১




হেলাল উদ্দিন লিটন।।ভোালাবাণী।।তজুমদ্দিন প্রতিনিধি ॥

ভোলার তজুমদ্দিনে করাতকলে কাজ করাকে কেন্দ্র করে এক শ্রমিকের উপর সন্ত্রাসী হামলার অভিযোগ পাওয়া গেছে। হামলায় গুরুত আহত শ্রমিককে স্থানীয়রা উদ্ধার করে তজুমদ্দিন হাসপাতালে ভর্তি করেন। হামলার ঘটনায় আহত শ্রমিকের পিতা বাদী হয়ে ৭জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন।

প্রতিপক্ষের হামলায় আহত করাতকল শ্রমিক রুবেল ।

এজহার সুত্রে জানা যায়, উপজেলার চাঁদপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডে আড়ালিয়া গ্রামের মোঃ রফিজলের ছেলে রুবেল বিভিন্ন সময় অস্থায়ীভাবে বোরহানউদ্দিন উপজেলার ফকিরহাট পশ্চিম বাজার সংলগ্ন হাওলাদার করাত কলে কাজ করতেন। একইসাথে মামলার আসামীরাও ওই করাত কলে কাজ করতেন। কিন্তু গত ৮ জানুয়ারী করাত কলের মালিক রিপন হাওলাদর পুরাতন শ্রমিকদের ছাটাই করে পরেরদিন নতুন শ্রমিক নিয়োগ করলে রুবেলও সেখানে কাজে যোগদান করেন।এরপর থেকে ছাটাই করা শ্রমিকরা রুবেলকে হাওলাদার করাত কলে কাজ না করতে চাপ প্রয়োগ করতে থাকেন। এর জেরধরে গত ১২ ফেব্রুয়ারী সকাল সাড়ে ১০ টায় রুবেল বাড়ির পাশে ভুবন ঠাকুর বাজারে রুবেলের চায়ের দোকানে চা পান করতে গেলে আসামীরা তাকে ডেকে নিয়ে হাওলাদার করাত কলে কাজ করলে জানে মেরে ফেলার হুমকি প্রদান করেন। এ সময় রুবেল তার প্রতিবাদ করলে আসামীরা তাকে লাঠিসোটা নিয়ে এলোপাতাড়ি মারপিট করে তার সাথে থাকা নগদ ১১ হাজার টাকা নিয়ে যায়। পরে তার চিৎকারে বাজারের লোকজন এসে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তজুমদ্দিন হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনায় আহতের বাবা রফিজল বাদী হয়ে ৭ জনকে আসামী করে মামলা দায়ের করেন। মামলা নং ০৩/২০২১।মামলার  আসামীরা হলেন, মোঃ রাশেদ (৩০), বাচ্চু (৩৫), ছাদ্দাম (৩৫), রিয়াজ (৩২), মনির (২৫), মোঃ রাকিব (২২) ও শিরিনা আক্তার (২৭)।

তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ এস এম জিয়াউল হক বলেন, বাদীর লিখিত অভিযোগের প্রেক্ষিতে মামলা রুজু করে তদন্ত চলছে।

বাংলাদেশ সময়: ১৩:০৫:৫৯   ৪৮ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

তজুমদ্দিন’র আরও খবর


তজুমদ্দিনে গণহত্যা দিবস পালিত ॥
তজুমদ্দিনে প্রতিবন্ধী শিশুকে শিকল দিয়ে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ ॥
তজুমদ্দিনে সরকারি চাল উদ্ধারের ঘটনায় তদন্ত কমিটি গঠন
তজমদ্দিনে পল্লীসেবার আয়োজনে বঙ্গবন্ধু’র জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত ॥
তজুমদ্দিনে সরকারি ২৪ বস্তা চাল উদ্ধার ॥ তদন্ত কমিটি গঠন
তজুমদ্দিনে যুব উৎসব পালিত ॥
জনবল সংকটে তজুমদ্দিনে বেহাল প্রাথমিক শিক্ষা ॥
তজুমদ্দিনে কেক কাটা, র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে এশিয়ান টিভির ১১ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ।
তজুমদ্দিনে জাতীয় সমবায় দিবস পালিত
মেঘনার ভাঙনে বিলীন হচ্ছে ম্যানগ্রোভ বন, সংরক্ষণের দাবী সচেতন মহলের

আর্কাইভ