ভোলা পৌরসভা নির্বাচন: মেয়র প্রার্থী মনিরুজ্জামানের নিবার্চনী ইশতেহার ঘোষণা

প্রথম পাতা » প্রধান সংবাদ » ভোলা পৌরসভা নির্বাচন: মেয়র প্রার্থী মনিরুজ্জামানের নিবার্চনী ইশতেহার ঘোষণা
শনিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২১



ষ্টাফ রিপোর্টার।। ভোলাবাণী।।
৫ম ধাপে আসন্ন ভোলা পৌরসভা নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী ইশতেহার ঘোষনা করেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মনিরুজ্জামান। বৃহস্পতিবার রাতে ভোলা প্রেসক্লাবে হল রুমে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এ ইশতেহার ঘোষণা করেন।

ভোলা পৌরসভা নির্বাচন: মেয়র প্রার্থী মনিরুজ্জামানের নিবার্চনী ইশতেহার ঘোষণা

নির্বাচনী ইশতেহারে মেয়র প্রার্থী মনিরুজ্জামান গত ১০ বছরের তার সময়কার উন্নয়ন নানান চিত্র তুলে ধরেন। বলেন ভোলা পৌরসভার ভোটারদের ভোটে টানা দুইবার নির্বাচিত হয়ে পৌর মেয়র হিসেবে দায়িত্ব পালন করে আসছি। গত ১০ বছরে ভোলা পৌরসভায় ৯টি ওয়ার্ডে প্রায় ২ শত ৮৮ কোটি টাকার উন্নয়নমূলক কাজ সম্পন্ন হয়েছে। যা আমার সময়ের আগে পৌরসভা সৃষ্টি হওয়ার পর কোন মেয়র বা চেয়ারম্যান করতে পারেনি। এ সব উন্নয়ন সম্ভব হয়েছে বর্তমান আওয়ামী লীগ সরকার তথা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমার ও ভোলাবাসীর অভিভাবক আলহাজ্ব তোফায়েল আহমেদের সুদৃষ্টি ও আন্তরিকতার কারণে।আগামী নির্বাচনে পুনরায় মেয়র নির্বাচিত হলে চলমান কাজ সম্পন্নের পাশাপাশি ভোলা পৌরসভাকে নান্দনিক ও জনসেবামূলক পৌরসভা হিসাবে গড়ে তোলা হবে। এছাড়াও পৌরবাসীর জন্য নিরাপথ ও সুপেয় পানি সরবরাহ করা, জলাবদ্ধতা নিরসনে ড্রেনেজ ব্যবস্থা আধুনিক করা, বাসা বাড়িতে গ্যাস সরবরাহ নিশ্চিত করা, পৌরসভার জানজট নিরসন করা, বর্জ্য ব্যবস্থা সুরক্ষিত করা, পাবলিক টয়লেট নিমার্ন করাসহ প্রায় অর্ধশত কাজের বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন। পাশাপাশি পৌরসভার পরিবেশ সুরক্ষা, সৌন্দর্য বর্ধন ও পার্ক নির্মাণ করা হবে বলে জানান পৌর মেয়র।

এসময় উপস্থিত ছিলেন, ভোলা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মমিন টুলু, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি দোস্ত মাহামুদ, ভোলা সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো: মোশারেফ হোসেন, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক এনামুল হক আরজু, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, মো: ইউনুছসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আগামী ২৮ ফেব্রুয়ারি পঞ্চম ধাপে ইভিএমের মাধ্যমে ভোলা ও চরফ্যাশন পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১২:০৯:২৬   ৮৫ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


গ্রাম বাংলার ঐতিহ্য কাচারি ঘর বিলুপ্তির পথে ॥
ভোলা সদর উপজেলা নির্বাচন ২০২৪আপনাদের পবিত্র ভোট ৫ বছরের জন্য ভাল পাত্রে জমা রাখবেন-মোহাম্মদ ইউনুছ
দেশ ভাঙার ষড়যন্ত্রে লিপ্ত কংগ্রেস: নরেন্দ্র মোদি
ঝুঁকি নিয়ে সাঁকো পারাপার খালের উপর ব্রিজ নির্মানের দাবী মনপুরাবাসীর ॥
লালমোহনে সাংবাদিকদের সাথে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময়
লালমোহনে আবাসনের ঘর জবরদখলের অভিযোগ
উপজেলা পরিষদ নির্বাচন ২৪ভোলার ৩ উপজেলায় ৩৮ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল
কাউকে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ক্ষুণ্ন করতে দেব না : প্রধানমন্ত্রী
প্রচণ্ড গরমে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণা
শশীভূষণে পানিতে ডুবে দুই সহোদরের মৃত্যু

আর্কাইভ