ভোলা পশ্চিম ইলিশা চর জাঙ্গালিয়া নূরানী মাদ্রাসার চাল আত্মসাতের অভিযোগে আটক ২

প্রথম পাতা » এক্সক্লুসিভ » ভোলা পশ্চিম ইলিশা চর জাঙ্গালিয়া নূরানী মাদ্রাসার চাল আত্মসাতের অভিযোগে আটক ২
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২০



এম এইচ ফাহাদভোলাবাণী।।বিশেষ প্রতিনিধি।।ভোলার সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নে চর জাঙ্গালিয়া মসজিদ ও নূরানী  মাদরাসার নামে ও বরাদ্দকৃত মোট ৫ টন জিআর চাউল উত্তোলন করে আত্মসাত করার অভিযোগ দুই জনকে আটক করেছে পুলিশ।

 

ভোলা পশ্চিম ইলিশা চর জাঙ্গালিয়া নূরানী মাদ্রাসার চাল আত্মসাতের অভিযোগে আটক ২

শুক্রবার বিকালে ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সদুর চর গ্রামের পালোয়ান বাড়ী থেকে মো. মজিবল হক পালোয়ান ও ইউসুফ দালালকে আটক করা হয়।

এ ঘটনার সাথে জড়িত ইউসুফ পালোয়ান পলাতক রয়েছে। এসময় ৮ বস্তা চাউল উদ্ধার করা হয়।


তথ্যসূত্র জানা যায়,সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের চর জাঙ্গালিয়া বাজার জামে মসজিদ মক্তব ও নূরানী মাদ্রাসার নামে বরাদ্দকৃত মোট ৫টন চাউলের ২ টন জিআর চাউল উত্তোলন করে মজিবল হক পালোয়ান ও তার ভাই ইউসুফ পালোয়ান।


উত্তোলণকৃত চাউল মাদ্রাসায় না দিয়ে আত্মসাত করে সেগুলো ইউসুফ পালোয়ানের বাসায় রেখে দেয়া হয়। বিষয়টি কমিটির লোকজন জানতে পেরে জেলা প্রশাসককে ও সাংবাদিকদের জানায় স্থানীয়রা।পরে জেলা প্রশাসক এ্যাসিল্যান্ডকে দায়িত্ব দেন। এসিল্যান্ড পুলিশের একটি টিম নিয়ে মজিবল হক পালোয়ান বাড়ীতে অভিযান চালিয়ে ইউসুফ পালোয়ানের ঘর থেকে আত্মসাৎ করা জিআর ৮ বস্তা চাউল উদ্ধার করেন। এসময় চাউল আত্মসাৎ করার অভিযোগে মজিবল হক পালোয়ান ও ইউসুফ দালালকে আটক করা হয়। ইউসুফ পালোয়ান পলাতক থাকায় তাকে আটক করা সম্ভব হয়নি বলে জানায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা।


চর জাঙ্গালিয়া বাজার জামে মসজিদ সংলগ্ন মক্তব ও নূরানী মাদ্রাসার সাধারণ সম্পাদক মো. শমসের আলী জানান, মজিবল হক পালোয়ান ও ইউসুফ পালোয়ান মক্তব ও নূরানী মাদ্রাসার নাম দিয়ে ২ টন জিআর চাউল উত্তোলন করে।

চাউলগুলো মাদ্রাসায় হস্তান্তর না করে সেগুলো তাঁরা আত্মসাত করে। বিষয়টি আমরা জানতে স্থানীয়ভাবে মিমাংসা করার চেষ্টা করে ব্যার্থ হলে একপর্যায়ে ভোলার জেলা প্রশাসকে অবগত করি। জেলা প্রশাসক এসিল্যান্ড ও পুলিশ পাঠিয়ে মজিবল হকের বাড়ীতে অভিযান চালিয়ে ইউসুফের ঘর থেকে আত্মসাতকৃত ৮ বস্তা চাউল উদ্ধার করে। মজিবল হক পালোয়ান ও ইউসুফ দালালকে আটক করে নিয়ে যাওয়া হয়। আমরা এ ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করছি।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ভোলা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু আবদুল্লাহ খান।

বাংলাদেশ সময়: ১৮:৫২:৩৪   ২৪৭ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

এক্সক্লুসিভ’র আরও খবর


ভোলাবাসীকে ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন মোঃ আকতার হোসেন
ভোলাবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর
ভোলাবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন মিজানুর রহমান শাহিন
অসহায়দের পাশে দাঁড়ানোর আহ্বান ভোলাবাসীকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন মজনু মোল্লা
চরফ্যাশন মনপুরাবাসীকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন এমপি জ্যাকব ॥
ভোলায় ৩ শতাধিক অসহায় দুস্থ পরিবারের মুখে হাসি ফুটালো বিবা’র মানবতার দেয়াল
দক্ষিণ আইচায় স্কুল ছাত্র নয়নের রিমোট কন্ট্রোল নিয়ন্ত্রিত লঞ্চ ভাসছে পানিতে
ভোলার বাজারে সরকার নির্ধারিত দামে বিক্রি হচ্ছে না বেশীরভাগ পন্য
বীর মুক্তিযোদ্ধা গাজী আব্দুর রউফ’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ
ভোলায় রমজান উপলক্ষে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করলেন কাঞ্চন-ফাতেমা ফাউন্ডেশন

আর্কাইভ