বোরহানউদ্দিন উপজেলা হাসপাতালের ঔষধ কেলেংকারির ঘটনায় তদন্ত রিপোর্ট এখনো আলোর মুখ দেখেনি

প্রথম পাতা » সর্বশেষ সংবাদ » বোরহানউদ্দিন উপজেলা হাসপাতালের ঔষধ কেলেংকারির ঘটনায় তদন্ত রিপোর্ট এখনো আলোর মুখ দেখেনি
সোমবার, ২৪ আগস্ট ২০২০



গাজী তাহের লিটন।।ভোলা বাণী।। বিশেষ প্রতিনিধি।।

বোরহানউদ্দিন উপজেলা হাসপাতালের সরকারি ঔষধ কেলেঙ্কারি ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন দাখিলের সময় শুধু বেড়েই চলছে।তদন্ত কমিটির তদন্তের ধরণ, গুরুত্বপূর্ণ বিষয় আমলে না নেয়া নিয়েও প্রশ্ন উঠেছে। হাতেনাতে সরকারি ঔষধ চুরি ধরা পড়ার পরও বিধিমোতাবেক সংশ্লিষ্ট কর্মচারী সাময়িকভাবে বরখাস্ত কেন হলো না এ নিয়েও চলছে নানা গুঞ্জন।

---১৬ আগষ্ট এ ঘটনা সৃষ্ট হলে ভোলার সিভিল সার্জন বিষয়টি তদন্তে ৩ সদস্য বিশিষ্ট একটি  তদন্ত কমিটি গঠন করেন।২০ আগষ্টের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়।

ভোলা সদর হাসপাতালের স্বাস্থ্য ও প: প : কর্মকর্তা ডাক্তার  মো. মনিরুজ্জামান এর নেতৃত্বে ৩ সদস্যের প্রতিনিধি দল ২০ আগষ্ট সরেজমিন পরিদর্শনে আসেন।তদন্তকারী দল তাদের কার্যশেষে উপস্থিত সংবাদকর্মীদের ব্রিফ করেন। যদিও  তদন্ত কর্মনিয়ে প্রশ্ন তোলেন সচেতন মহল। উল্লেখ্য,ভোলার বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র নার্স তৃপ্তি রায়ের সরকারি ঔষধ কেলেঙ্কারির ঘটনা তদন্ত করে গেলেন  তদন্ত কমিটি।
বৃহস্পতিবার সকালে  স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে সাংবাদিক ও অভিযক্ত নার্স তৃপ্তি রায়ের বক্তব্য শুনেন তদন্তকারী দল।এরপর অভিযুক্ত নার্স তৃপ্তি রায়,নার্সিং সুপার ভাইজার নাজমা বেগম, এর লিখিত বক্তব্য গ্রহণ করেন তারা।

উল্লেখ্য গত ১৬ আগস্ট বোরহানউদ্দিন হাসপাতালের সিনিয়র স্টার নার্স তৃপ্তি রায় নিয়ম বহিভূত ভাবে হাসপাতালের  ৪৮ পাতা সরকারি ঔষধ বাসায় নিয়ে যাওয়ার সময় ক্যামেরা বন্ধি হন।ভিডিওটি ভাইরাল হলে দেশ জুড়ে তোলপাড় সৃষ্টি হয়। ওই ঘটনার প্রেক্ষিতে

ভোলার সিভিল সার্জন ডাঃ মোঃ ওয়াজেদ আলী, ভোলা সদর হাসপাতালের স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোঃ মনিরুজ্জামান কে প্রধান করে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত বোর্ড গঠন করেন। কমিটির অপর সদস্যরা হলেন,ভোলা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ ফারজানা খান(জুটি),  একই অফিসের জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোঃ সোলায়মান।

তবে ভিডিও ধারণকারী সংবাদকর্মী এরশাদ জানান,ভিডিওর ধারণের সময় ওই নার্সের সাথে থাকা বোরকা পরিহিত একজন মহিলার হাতে একটি বড় ব্যাগ ছিল।ভিডিওর বিষয়টি টের পেয়ে ওই মহিলা দৌড়ে পালিয়ে  যায়।এ ঘটনা বললেও তদন্তকারী দল ওই বিষয়টি আমলে নেননি।

ভোলার সিভিল সার্জন ডাঃ মোঃ ওয়াজেদ আলী, বলেন,তদন্তে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ ও রিপোর্ট প্রদানে কিছুটা সময় লাগবে। এ জন্য তদন্ত টিমের চাহিদার প্রেক্ষিতে অতিরিক্ত ৭ দিন সময় বর্ধিতকরণ করা হয়েছে।

উল্লেখ্য, বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হতে ঔষধ চুরির ঘটনাটি দেশব্যাপীও সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক তোলপাড় হয়। সরকার বরাবরই হাসপাতাল হতে ঔষধ চুরি এবং স্বাস্থ্যসেবা বহির্ভূত কর্মকান্ডের বিরুদ্ধে শুন্য সহনীয়মাত্রায় রয়েছে।তাহলে তৃপ্তি রায়কে রক্ষায় কারা তৎপর এবং এ ঘটনার নেপথ্যে আসলে কী তাও খুঁজে বের করা জরুরি।

বাংলাদেশ সময়: ১৭:২৩:৩৭   ১৮৩ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

সর্বশেষ সংবাদ’র আরও খবর


ভোলায় মহানবী (সা.) কে কটুক্তিকারীর সর্বোচ্চ বিচারের দাবিতে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান
শশীভূষণ বাজারে অগ্নিকান্ডে তিন দোকান পুড়ে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি
ভোলায় তিনদিন ব্যাপী সাংবাদিকদের বেসিক জার্নালিজম ট্রেনিং এর উদ্বোধন
ভোলার কৃষকরা ঝুঁকছেন ক্যাপসিকাম চাষে
স্মার্টফোনে ই-লাইসেন্স দেখিয়েও গাড়ি চালানো যাবে
ইতিহাসে প্রথমবারের মতো মিস ইউনিভার্স প্রতিযোগিতায় সৌদি সুন্দরী
মনপুরায় রোগীদের সহায়তার ৩ লক্ষ টাকার চেক বিতরন ॥
ভোলা ইসলামী আন্দোলনের আলোচনা সভা ও ইফতার মাহফিল।
মনপুরায় মহান স্বাধীনতা দিবস পালিত
ভোলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৪ উদযাপন

আর্কাইভ