ভোলায় চরফ্যাশনে ঘর চাপায় নিহতের পরবিারকে প্রধানমন্ত্রীর ত্রান তহবলি থেকে ৫০ হাজার টাকার অনুদান প্রদান।

প্রথম পাতা » চরফ্যাশন » ভোলায় চরফ্যাশনে ঘর চাপায় নিহতের পরবিারকে প্রধানমন্ত্রীর ত্রান তহবলি থেকে ৫০ হাজার টাকার অনুদান প্রদান।
বুধবার, ২২ জুলাই ২০২০



আদিল হোসেন তপু।।ভোলা বাণী।।বিশেষ প্রতিনিধি ॥

ভোলার চরফ্যাশনরে চরকচ্ছপয়িা ঘর চাপা পড়ে নিহতের পরিবারকে প্রধানমন্ত্রীর ত্রান তহবলি থকেে ৫০ হাজার টাকার অনুদান দয়িছেে উপজলো প্রশাসন। বুধবার দুপুরে উপজলো নির্বাহী অফসিার মোহাম্মদ রুহুল আমনি ঘটনা স্থল পরর্দিশনে গিয়ে অনুদানের টাকা নিহতের পরিবাররে হাতে তুলে দনে।

ভোলায়  চরফ্যাশনে ঘর চাপায় নিহতের পরবিারকে প্রধানমন্ত্রীর ত্রান তহবলি থেকে ৫০ হাজার টাকার অনুদান প্রদান।

এ সময় উপস্থতি ছিলেন চর মানকিা ইউপি চেয়ারম্যান শফিউল্লাহ হাওলাদার। উপজলো প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আনছিুর রহমান প্রমুখ।
জানা যায়, চরফ্যাশনরে চরকচ্ছপিয়ায় ঝড়ে ঘর চাপা পড়ে মা ও ২ ছেলে সহ ৩ জনরে মৃত্যু হয়। মঙ্গলবার (২১ জুলাই) দিবাগত রাত ১২ টার দিকে এ ঘটনা ঘটে। নিহতেরা হলনে, উপজলোর চর মানকিা ইউনিয়নের চর কচ্চপয়িা গ্রামের হানিফ পাটোয়ারির স্ত্রী রিংকু বেগম (৩০), ও তার দুই ছেলে জোনায়দে (৫) এবং তানজদি (৩)।
দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত র্কমর্কতা (ওসি)হারুন অর রশিদ জানান, মঙ্গলবার রাতে পরিবারের ২ সন্তান নিয়ে রিংকু বেগম ঘুমিয়ে পড়ছিলেন। এ সময় হঠাৎ করে ঝড় শুরু হলে তাদের ঘরটি বিধ্বস্ত হয়। এতে ঘর চাপায় ঘটনাস্থলে মা-ছেলে সহ ৩ জনরে মৃত্যু হয়। পুলশি ঘটনাস্থল গিয়ে লাশ উদ্ধার করে।
তিনি আরো জানান, নিহত পরিবারের সদস্যরা ঢালচর এলাকার বাসিন্দা ছলিনে। কিছুদিন পূর্বে চর কচ্চপিয়া গ্রামে তারা নতুন ঘর তুলেছিলেন। ঝড়টি অত্যন্ত শক্তশালি হওয়ায় বিধ্বস্ত হয় নতুন ঘড়টি। এছাড়াও ঝড়ে আশপোশে বেশ কিছু গাছপালা ক্ষয়ক্ষতি হয়েছে। নিহতের ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। নিহতের পরবিারকে প্রধানমন্ত্রীর ত্রান তহবলি থেকে ৫০ হাজার টাকার অনুদান দিয়েছে উপজলো প্রশাসন। এদিকে ঘর চাপায় মা-ছেলেদের মর্মান্তিক মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বাংলাদেশ সময়: ২৩:১৭:৪২   ৩০১ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চরফ্যাশন’র আরও খবর


চরফ্যাশনে স্বামীর প্রহার থেকে স্ত্রীকে রক্ষা করতে গিয়ে আহত-৩
চরফ্যাশনে ঈদের আগে পাকা ঘর পেলেন ভূমিহীন ৩৭০ পরিবার
চরফ্যাশনে ২০ হাজার প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
নানা বাড়িতে এসে পানিতে ডুবে দুই খালাতো ভাইয়ের মৃত্যু
ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে চরফ্যাশনে যাকাত ফান্ডের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
চরফ্যাশনে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস পালিত
চরফ্যাশনে তরমুজের বাম্পার ফলনে চাষিদের মুখে হাসি
অভয়াশ্রমে মাছ ধরার নিষেধাজ্ঞায় দুর্দশায় জেলেরা
চরফ্যাশনে বাবার লাশ দাফনে সন্তানদের আপত্তি নির্ধারিত সময়ে জানাজা হয়নি, সমঝোতার চেষ্টা
চরফ্যাশনে হাঙ্গর মাছের শুটকিসহ গ্রেফতার-২

আর্কাইভ