স্বরূপকাঠীতে ত্রাণ বিতরনে অনিয়মের তথ্য সংগ্রহকালে সাংবাদিককে ইউপি চেয়ারম্যানের প্রান নাশের হুমকি

প্রথম পাতা » প্রধান সংবাদ » স্বরূপকাঠীতে ত্রাণ বিতরনে অনিয়মের তথ্য সংগ্রহকালে সাংবাদিককে ইউপি চেয়ারম্যানের প্রান নাশের হুমকি
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২০



ইউপি চেয়ারম্যান রুহুল আমিন আকন

নিজস্ব প্রতিনিধি।।ভোলাবাণীঃ পিরোজপুরের নেছারাবাদ (স্বরুপকাঠী) উপজেলায় ত্রাণ বিতরনে অনিয়মের অভিযোগের ভিত্তিতে তথ্য সংগ্রহে যাওয়ায় এক ইউপি চেয়ারম্যান সাংবাদিক সৈয়দ মুরাদ হায়দারকে প্রাণনাশের হুমকি দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সাংবাদিকদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
দেশেজুড়ে করোনাভাইরাস মহামারীতে লকডাউন চলাকালে কর্মহীন হয়ে পড়া খেটে খাওয়া মানুষের মাঝে সরকার কর্তৃক মানবিক সহায়তার ত্রাণ বিতরনে অনিয়মের অভিযোগের ভিত্তিতে তথ্য সংগ্রহে যাওয়ায় নেছারাবাদ উপজেলার ৯নং সুটিয়াকাঠী ইউনিয়ন চেয়ারম্যান মো. রুহুল আমিন আকন (অসিম) এ হুমকি দিয়েছেন।
জানাগেছে, দৈনিক মুক্তখবর পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার সৈয়দ মুরাদ হায়দার ত্রাণ বিতরনে অনিয়মের অভিযোগের ভিত্তিতে উপজেলার ৯নং ইউনিয়নে তথ্য অনুসন্ধানে গেলে ৭১’র রাজাকার পুত্র ও বর্তমান চেয়ারম্যান মো. রুহুল আমিন আকন (অসিম) সোমবার এ প্রতিবেদককে মুঠো ফোনে হুমকি-ধমকি, পঙ্গুকরে দেয়াসহ চাঁদাবাজি মামলা দেয়ার হুমকি দেয়।একইদিন রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে হুমকি দাতা চেয়ারম্যান তার সন্ত্রাসী বাহীনি নিয়ে ইউনিয়নের ৭নং ওয়ার্ড মাঝী বাড়ী এলাকার রাস্থায় অবস্থান করছেন। এমন সংবাদে নিরাপত্তার স্বার্থে স্বরুপকাঠী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার ও সুটিয়াকাঠী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ফজলুল হক খোকন ব্যাপারীসহ গন্যমান্য ব্যাক্তিদের হুমকির বিষয়টি জানালে প্রাণে রক্ষা পায়।সাংবাদিক সৈয়দ মুরাদ হায়দার জানান, আনুসন্ধানে চেয়ারম্যান ও বিভিন্ন ওয়ার্ড মেম্বরদের বিরুদ্ধে ব্যাপক আনিয়মের তথ্য পাওয়া গেছে। হুমকির বিষয়ে আজ মঙ্গলবার নেছারাবাদ (স্বরুপকাঠী) থানায় সাধারণ ডায়েরী (জিডি) করতে গেলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত করে অভিযোগ নেয়া হবে বলে জানিয়েছেন।

নেছারাবাদ (স্বরূপকাঠী) থানার ওসি কামরুজ্জামান তালুকদার এ প্রতিবেদককে জানান, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। আগামীকাল (বুধবার) পুলিশ তদন্তে যাবে, কি হয়েছে না-হয়েছে। পরে অভিযোগটি ডায়েরীভূক্ত করা হবে। উল্লেখ্য, ৯নং সুটিয়াকাঠী ইউনিয়ন চেয়ারম্যান মো. রুহুল আমিন আকন (অসিম) ৭১ সালের রাজাকার মৃত মো. আনসার আলি আকন ওরফে মন্টু’র ছেলে।

বাংলাদেশ সময়: ১২:০২:১৮   ২৪২ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


ভোলায় মহানবী (সা.) কে কটুক্তিকারীর সর্বোচ্চ বিচারের দাবিতে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান
শশীভূষণ বাজারে অগ্নিকান্ডে তিন দোকান পুড়ে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি
ভোলায় তিনদিন ব্যাপী সাংবাদিকদের বেসিক জার্নালিজম ট্রেনিং এর উদ্বোধন
ভোলার কৃষকরা ঝুঁকছেন ক্যাপসিকাম চাষে
স্মার্টফোনে ই-লাইসেন্স দেখিয়েও গাড়ি চালানো যাবে
ইতিহাসে প্রথমবারের মতো মিস ইউনিভার্স প্রতিযোগিতায় সৌদি সুন্দরী
মনপুরায় রোগীদের সহায়তার ৩ লক্ষ টাকার চেক বিতরন ॥
ভোলা ইসলামী আন্দোলনের আলোচনা সভা ও ইফতার মাহফিল।
মনপুরায় মহান স্বাধীনতা দিবস পালিত
ভোলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৪ উদযাপন

আর্কাইভ